X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা বৃদ্ধির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ১৮:২৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৮:২৯

ডিআরআরএ এর সংবাদ সম্মেলন প্রতিবন্ধী ব্যক্তিরা মাসিক ভাতা হিসেবে যে ৭০০ টাকা পেয়ে আসছেন তা দেশের আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে জীবনযাপনের ব্যয়ভারের তুলনায় খুবই সামান্য বলে মনে করে ডিজএবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ)। এমন অবস্থার মাঝে কোভিড-১৯ এর আঘাত প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনকে আরও বিপন্ন করে তুলেছে বলে মনে করছে তারা। তাই এই ভাতার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছে সংস্থাটি। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

লিলিয়ানা ফনস, কনসার্ন বাংলাদেশ, ইউকে এইড, সিবিএম বাংলাদেশ এর সহায়তায় ডিআরআরএ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী জনগোষ্ঠীর করোনাকালীন তাদের দুর্দশা, নানান সমস্যা, সামাজিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে মোট জনসংখ্যার ৬ দশমিক ৯৮ শতাংশ প্রতিবন্ধী জনগোষ্ঠী। সেই হিসাব অনুযায়ী দেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা এক কোটি ৫ লাখ ৫৬ হাজার ৬৬৮ জন। এর মধ্যে আনুমানিক ১৬ লাখ প্রতিবন্ধী ব্যক্তি নিবন্ধিত হয়ে সরকারের ভাতা পেয়ে আসছেন। চিত্রটি বলে দেয় এখনও প্রতিবন্ধী জনগোষ্ঠীর একটা মোটা দাগের অংশ নিবন্ধন ও সেবাপ্রাপ্তির বাইরে। সরকার বিভিন্ন সেক্টরে প্রণোদনার ঘোষণা দিয়েছে। করোনার মহাসংকট কাটিয়ে উঠতে নানান পরিকল্পনাও গৃহীত হয়েছে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে তেমন কোনও প্রণোদনা বা পরিকল্পনা সম্ভবত এখনও গ্রহণ হয়নি। তাদের সক্ষমতা, দক্ষতাকে কীভাবে কাজে লাগিয়ে কর্মসংস্থান ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ের ওপর সরকার, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে ডিআরআরএ, কনসার্ন বাংলাদেশ, ইউকে এইড ও সিবিএম মনে করছে।

ডিআরআরএ’র  নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন বলেন, ‘প্রতিবন্ধী জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে যে টেকসই উন্নয়নের কথা ভাবা হচ্ছে তা আদতে কতটা সম্ভব, ভেবে দেখা দরকার। টেকসই উন্নয়নের জন্য সুরক্ষিত জীবনযাপনের মূলধারায় এই বিশেষ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে এগিয়ে যেতে হবে। বিশেষ করে করোনাকালীন সংকট থেকে উত্তরণের জন্য এই বিশেষ জনগোষ্ঠীর জন্য বিশেষ সহায়তার ওপর গুরুত্ব আরোপ করা দরকার।’ 

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কনসার্ন বাংলাদেশের ডেপুটি টিম লিডার মেরী রশিদ, দৈনিক সমকাল পত্রিকার প্রধান প্রতিবেদক লোটন একরাম এবং ডিআরআরএ’র  নির্বাহী পরিষদ সদস্য ও কবি কামরুল ইসলাম। অনুষ্ঠানে কয়েকজনে প্রতিবন্ধী ব্যক্তি তাদের দুর্দশা ও কষ্টের কথাও তুলে ধরেন। 

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি