X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘করোনায় স্বাস্থ্যসেবা’ নিয়ে আন্তঃমেডিক্যাল কলেজ বিতর্ক প্রতিযোগিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ০০:০২আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০০:১৪

‘করোনায় স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্য নিয়ে ‘আমার হেলথ ডটকমের’ উদ্যোগে হতে যাচ্ছে ‘আন্তঃমেডিক্যাল কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২০’। এতে অংশ নেবেন ১০৭টি সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।  এই প্রতিযোগিতা আগামী ১২ জানুয়ারি মঙ্গলবার অনলাইনে শুরু হবে। রবিবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা বিশ্বে করোনা মহামারিতে আক্রান্ত হয়েছেন ৭ কোটি ২৬ লাখ মানুষ। ১৯ লাখ ৩৬ হাজার ৩১৭ জন মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২২ হাজার ৫৫৩ জন। দেশে মোট মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৭৮১ জন। সুস্থ রোগীর সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার। করোনা থেকে মুক্তির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন চিকিৎসকসমাজ। ইতোমধ্যেই শতাধিক প্রবীণ, অভিজ্ঞ, মেধাবী ও বিশিষ্ট চিকিৎসককে আমরা হারিয়েছি। হাসপাতালগুলোতে করোনা রোগীর সংস্পর্শে যাওয়ার  পরিস্থিতি বিদ্যমান। হাসপাতালের পরিচ্ছন্নতা কিংবা চিকিৎসকদের পোশাক পরিবর্তনের ব্যবস্থাপনা অপ্রতুল। মেডিক্যাল কলেজগুলোতে স্বল্প পরিসরে ক্লাস চললেও পরীক্ষা এবং ক্লিনিক্যাল ক্লাসগুলো স্বাভাবিক হচ্ছে না। সামনেই প্রফেশানাল পরীক্ষা নেওয়ার তোড়জোড় চলছে।

করোনায় স্বাস্থ্যসেবা এতে আরও বলা হয়, করোনায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া জীবন রক্ষার জন্য জরুরি।  গুজব, ভুয়া চিকিৎসক, অপচিকিৎসা, কু-চিকিৎসা, করোনাকালীন সময়ে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বিঘ্ন ঘটাচ্ছে। মাস্কের মতো সামাজিক টিকাকে এখনও অনেক মানুষ হাস্যরস করে উড়িয়ে দিচ্ছে। সঠিকভাবে মাস্ক পড়ার নিয়মাবলী জানে না অধিকাংশ মানুষ।  বিতর্ক জানার পরিধিকে বিস্তৃত করে।

আয়োজকরা জানান,  কোয়ার্টার ফাইনাল,সেমি ফাইনাল এবং ফাইনাল— এই সাতটি পর্বের লাইভ সম্প্রচারিত হবে। সাধারণ মানুষ স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় ও করোনা সম্পর্কে জানতে পারবেন। ‘আন্তঃ মেডিক্যাল কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২০’ এর স্পন্সর হিসেবে রয়েছে এসিআই লিমিটেড। এই বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনও রেজিস্ট্রেশন ফি নেই। ফি ছাড়াই রেজিস্ট্রেশন চলবে ১১ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত। নক আউট পর্ব-২৯ জানুয়ারি পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল ১ থেকে ৪ ফেব্রুয়ারি, সেমিফাইনাল ৫ ফেব্রুয়ারি,ফাইনাল পর্বটি হবে ৭ ফেব্রুয়ারি। পুরস্কার বিতরণ করা হবে ১০ ফেব্রুয়ারি। বিতর্কে চিকিৎসকদের একটি বড় প্যানেল বিচারকের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে আয়োজকরা।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি আন্তঃমেডিক্যাল কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২০ এর ইভেন্ট পেজ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সচিব মো. আলী নূর।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ