X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পুরান ঢাকার আকাশে আজও উড়ছে রঙিন ঘুড়ি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২১, ২১:৫৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২৩:০১

পৌষ সংক্রান্তির ঘুড়ি উৎসবে মেতে উঠেছে পুরান ঢাকাবাসী। তাদের কাছে এই উৎসবের নাম ‘সাকরাইন’। সাকরাইনের আজ দ্বিতীয় দিনেও উৎসবে কোনও ভাটা পড়েনি। আলোকসজ্জা, আতশবাজি আর গানবাজনা খানিকটা কম হলেও পুরান ঢাকার আকাশে আজও উড়েছে রঙিন ঘুড়ি। প্রতিযোগিতা চলছে ঘুড়ি কেটে ফেলার।  আনন্দ আয়োজনও চলছে। 

স্থানীয়রা বলছেন, গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার পৌষ সংক্রান্তি উপলক্ষে পুরান ঢাকার বাড়িতে বাড়িতে ‘সাকরাইন’ উৎসব উপলক্ষে ঘুড়ি ওড়ানো ছাড়াও আছে নানা আয়োজন।

ঘুড়ি পুরান ঢাকায় থাকা লেখক ও গবেষক আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের প্রাচীন উৎসবসমূহের মধ্যে পুরান ঢাকার এই সাকরাইন উৎসব অন্যতম। যদিও এটা দেশব্যাপী পালিত হয় না, কিন্তু খুব জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ পুরান ঢাকার সংস্কৃতির জন্য। এটাকে ঐক্য এবং বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখেন এখানকার মানুষ। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা পরিবর্তন এসেছে এই উৎসবে। আগে এই আয়োজনগুলো হতো খোলা বড় মাঠে। এখন ফাঁকা জায়গায় বিল্ডিং উঠে যাওয়ায় আয়োজনগুলো চলে গেছে বাসার ছাদে। আনন্দ হচ্ছে পরিবারকেন্দ্রিক।

শুক্রবার (১৫ জানুয়ারি) সরেজমিন দেখা যায়, শাঁখারীবাজার, তাঁতীবাজার, গোয়ালনগর, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গেণ্ডারিয়া, লালবাগ ও এর আশপাশের এলাকায় আজও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রায় প্রতিটি বাড়ির ছাদ এখনও সাজানো আছে, গান বাজছে আর আকাশে ঘুড়ি উড়ছে। কে কার ঘুড়ি কাটতে পেরেছে সেই প্রতিযোগিতা চলছে।

ঘুড়ি উড়ছে গতকাল প্রথম দিনে সাকরাইনে বেশিরভাগ বাড়ির ছাদেই ছিল গানবাজনার আয়োজন ও লাইটিং করা। বাড়িতে বাড়িতে আত্মীয়। ঘুড়ি ওড়ানো মানুষ কমই চোখে পড়েছে। আজকে সেই সংখ্যাটা বেড়েছে। কিন্তু সন্ধ্যায় আতশবাজি ও আগুন খেলা নেই বললেই চলে।

পুরান ঢাকার স্থায়ী বাসিন্দা মুসলিম আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই উৎসবকে মাথায় রেখে টানা এক সপ্তাহ পুরান ঢাকার রাস্তাগুলোর অধিকাংশ গলিতে ও খোলা ছাদে সুতা মাঞ্জা দেওয়ার ধুম পড়ে। পিঠা-পুলিসহ নানা ধরনের মিষ্টির আয়োজন হয়। গতকাল মূল উৎসব থাকলেও এটা চলবে আরও বেশ কয়েক দিন। যেমনটা প্রস্তুতি শুরু হয়েছিল আগে থেকেই।’

সাকরাইন উপলক্ষে আলোকসজ্জা মুসলিম আলী বলেন, ‘আসলে আমাদের এখানে হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছেন, তারা এটাকে পৌষ সংক্রান্তি বলেন। আমরা ঢাকাইয়ারা বলি সাকরাইন। তবে দুইটা একই। হিন্দুদের মধ্যে পূজার বিষয়টা আছে, মুসলমানদের মধ্যে সেটা নেই। তবে আনন্দ ভাগাভাগি হয়।’

অনেক অনেক বছর আগে জমিদার বাড়িগুলোতে ঘুড়ির উৎসব হতো। এখন সেই উৎসবের অনেক পরিবর্তন হয়েছে। তবে জৌলুসটা একটুও কমেনি; বরং বেড়েছে। এখনকার তরুণ প্রজন্ম সাদরে গ্রহণ করেছে সেই উৎসব। এই উৎসব দীর্ঘদিন টিকে থাকুক এটাই প্রত্যাশা পুরান ঢাকাবাসীর।

 

/এসএইচ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু