X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দীনের লেখা সমগ্র প্রকাশের দাবি সতীর্থদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২১, ১৮:১২আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২১:৫৫

সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, লেখক, কলামিস্ট বখতিয়ার উদ্দীন চৌধুরীর জ্ঞান চর্চাকারী পণ্ডিত ও দার্শনিক প্রবন্ধকার হওয়ায় তার লেখনি সমগ্র সংগ্রহ করে প্রকাশনা করলে দেশ ও জাতি উপকৃত হবে বলে মনে করেন তার সতীর্থরা।

শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর শিশুকল্যাণ মিলনায়তনে বিশিষ্ট কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দীন চৌধুরীর স্বরণ সভা দোয়া মাহফিলে বক্তারা এসব মন্তব্য করের। সভার আয়োজন করে তোপখানা রোডস্থ সুহৃদবৃন্দ।

বখতিয়ার উদ্দীন চৌধুরির ভাতিজা ও সাংবাদিক আনিস আলমগীর বলেন, লিখতে হলে বলতে হলে সবার সঙ্গে মিশতে হয়। এ কারণে তিনি সবার সঙ্গে মিশতেন।  তোপখানা রোডে প্রাণবন্ত আড্ডা দিতেন। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি সবাইকে আপন করে নিতেন।

প্রগতীশীল গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান বলেন, তরুণদের তিনি বেশি বেশি পড়তে বলতেন। রাষ্ট্র ও সমাজের জন্য কিছু করার জন্য বারবার বলতেন। তিনি একজন মানবতাবাদী ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণ ও দেশের উন্নয়ন তার লেখায় সব সময় ফুটে উঠতো।

সভায় মওলানা ভাসানী ফাউন্ডেশনের সিদ্দিকুল ইসলাম বলেন, বাংলাদেশ স্বাধীনতার যে আকাঙ্ক্ষা ছিল, যে রাজনীতি ছিলে, দেশ স্বাধীনের পর আর সে রাজনীতি নেই। আমরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি। একবার মওলানা ভাসানীর সঙ্গে বখতিয়ার উদ্দিনসহ আমি আলোচনায় বসেছিলাম। সেখানে তিনি আমাদের বক্তব্য নিয়ে সমালোচনা করেছিলেন। আমিও তার বক্তব্যের বিরুদ্ধে কথা বলেছিলাম। কিন্তু তিনি সেসব কথা হাসি মনে মেনে নিয়েছিলেন। তার এমন আচরণ রাজনৈতিক দলগুলোর মাঝে দেখা যায়না। তাই বখতিয়ার উদ্দিনের জীবনাদর্শ সবার সামনে তুলে আনা প্রয়োজন।

সাবেক ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান, অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরি, সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।

স্মরণসভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ২০২০ রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বখতিয়ার উদ্দীন চৌধুরী।

 

/বিআই/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!