X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শাজাহান খানের নেতৃত্বে নতুন শ্রমিক সংগঠনের আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ২১:৪১আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:৪১

সাবেক নৌ-পরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খানের নেতৃত্বে নতুন একটি শ্রমিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। ‘বাংলাদেশ কারিগরি শ্রমিক ফেডারেশন’ নামে এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক করা হয়েছে তাকে।

শুক্রবার (২২ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর বিএমএ অডিটরিয়ামে অনুষ্ঠিত  সম্মেলনে শাজাহান খানকে নতুন এই সংগঠনের আহ্বায়ক করা হয়। পরবর্তীতে আরও বড় আকারে সম্মেলন করে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি  করা হবে বলে ঘোষণা দেন শাজাহান খান।

শুক্রবারের এই সম্মেলনে সারা দেশের কারিগরি সেক্টরের শতাধিক বেসিক ইউনিয়নের নেতারা অংশগ্রহণ করেন। সর্বসম্মতিক্রমে শাজাহান খান এমপিকে আহ্বায়ক ও আনোয়ার হোসেন খোকনকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান বলেন, ‘ঐক্যবদ্ধ শক্তি কী জিনিস, সেটা প্রমাণ হয়েছিল ২০১৫ সালে বিএনপি-জামায়াতের জালাও-পোড়াও আন্দোলনের বিরুদ্ধে। আমরা সেদিন সব শ্রমিক-কর্মচারী-পেশাজীবী সবাইকে ঐক্যবদ্ধ করেছিলাম। খালেদা জিয়াকে আন্দোলন প্রত্যাহারে বাধ্য করেছিলাম। আমরা ঐক্যবদ্ধভাবে তার আন্দোলনকে অকার্যকর করে দিয়েছিলাম। সেই ঐক্য তৈরি করেছিলাম আমি।’

তিনি বলেন, ‘শ্রমজীবীদের কল্যাণে হাজারো চক্রান্ত মোকাবিলা করে সারাজীবন কাজ করেছি। ভবিষ্যতে কারিগরদের ন্যায্য অধিকার আদায়ে সব সময় তাদের সঙ্গে থাকবো।’

জাতীয় শ্রমিক লীগের কার্যকরি সভাপতি আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে কনভেনশনে আরও বক্তব্য দেন—  শ্রমিক নেতা আবুল হোসাইন, আলমগীর হোসেন আলম, নুরুল ইসলাম, মোস্তফা কামাল, রুবেল খান, রিয়াজুল ইসলাম সোহাগ, জাহাঙ্গীর আলম, শাহাব উদ্দিন খোকন প্রমুখ।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামসহ পাঁচ জেলার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
চট্টগ্রামসহ পাঁচ জেলার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
জাতীয় নির্বাচনের মতো উপজেলাতেও অবাধ-সুষ্ঠু ভোট হবে: ইসি রাশেদা সুলতানা
জাতীয় নির্বাচনের মতো উপজেলাতেও অবাধ-সুষ্ঠু ভোট হবে: ইসি রাশেদা সুলতানা
টেকনাফ সীমান্তে যুদ্ধ পরিস্থিতির অবনতি হতে পারে
সংসদীয় কমিটিতে প্রতিবেদনটেকনাফ সীমান্তে যুদ্ধ পরিস্থিতির অবনতি হতে পারে
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে