X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

৭৩৯৮ ভরি সোনা আত্মসাৎ: সমবায় ব্যাংকের চেয়ারম্যানের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২১, ১৭:১১আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৭:১১

গ্রাহকের গচ্ছিত সোনা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ওরফে মহির জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩ মার্চ) চার সপ্তাহের জামিনের মেয়াদ শেষে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আবার জামিনের আবেদন করেন মহিউদ্দিন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের  বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি প্রিন্সিপাল অফিসার মো. ওমর ফারুক এবং সিনিয়র অফিসার (ক্যাশ) নুর মোহাম্মদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গত ১৬ ফেব্রুয়ারি তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিনেই (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করেন দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, সমবায় ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে দুই হাজার ৩১৬ জন গ্রাহকের মোট সাত হাজার ৩৯৮ ভরি ১১ আনা জামানত রাখা সোনা আইন বহির্ভূতভাবে আত্মসাতের চেষ্টা করেন তারা। টাকার অংকের যার পরিমাণ ৪০ কোটি আট লাখ ৬০ হাজার ৮৮৮ টাকা।

এর মধ্যে ভুয়া ব্যক্তিকে প্রকৃত ব্যক্তি সাজিয়ে ১১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৬৮৬ টাকার সোনা গ্রাহককে না দিয়ে আত্মসাৎ করেন। যে কারণে এরইমধ্যে গ্রেফতার পাঁচ জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়। দুদক উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে এই মামলা করেন।

আরও পড়ুন-

৭৩৯৮ ভরি সোনা আত্মসাৎ: সমবায় ব্যাংকের পাঁচ কর্মকর্তা রিমান্ডে

৭৩৯৮ ভরি সোনা আত্মসাৎ: দুই ব্যাংক কর্মকর্তা কারাগারে

/এমএইচজে/এফএস/
সম্পর্কিত
ভুয়া পুলিশ সদস্য আটক
মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সর্বশেষ খবর
হৃদয়ের বিশ্বাস, এক ইনিংস ভালো করলেই ফর্মে ফিরবেন লিটন
হৃদয়ের বিশ্বাস, এক ইনিংস ভালো করলেই ফর্মে ফিরবেন লিটন
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা