X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশি কূটনীতিককে প্রত্যাহার করতে বলেছে পাকিস্তান

শেখ শাহরিয়ার জামান
০৫ জানুয়ারি ২০১৬, ২৩:০৮আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ০০:১২


পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মৌসুমি রহমান জঙ্গিদের সহায়তার অভিযোগে বাংলাদেশে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কূটনীতিক ফারিনা আরশাদকে অনানুষ্ঠানিকভাবে ঢাকা ত্যাগ করতে বলা হয়েছিল এবং ডিসেম্বরের ২৩ তারিখে তাকে প্রত্যাহার করে নেয় পাকিস্তান। এর জের ধরে বাংলাদেশের একজন কূটনীতিককে মঙ্গলবার ইসলামাবাদ ত্যাগ করতে বলেছে পাকিস্তান।
বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মৌসুমি রহমানকে পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবারের মধ্যে ইসলামাবাদ ত্যাগ করতে বলা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার বিকালে বাংলাদেশের রাষ্ট্রদূত সোহরাব হোসেনকে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠায়। সার্ক ও দক্ষিণ এশিয়ার মহাপরিচালক মোহাম্মাদ ফয়সালের সঙ্গে তিনি দেখা করলে তাকে মৌখিকভাবে মৌসুমির দেশ ত্যাগের বিষয়টি বলা হয়।
কেন মৌসুমিকে দেশ ত্যাগ করতে বলা হচ্ছে সে বিষয়ে পাকিস্তান কোনও সদুত্তর দেয়নি বলে তিনি জানান।
তিনি জানান, তাকে পর্তুগালে নতুন পোস্টিং দেওয়া হয়েছে এবং সেখানে সে যোগদান করবে।
কর্মকর্তাটি বলেন, আমরা যখন পাকিস্তানের কূটনীতিককে দেশ ত্যাগের জন্য বলেছি তখনই আমরা জানতান পাকিস্তান এর প্রতিশোধ নেবে এবং তখনই মৌসুমির ভালো কাজের স্বীকৃতির জন্য তাকে এ পোস্টিং দেওয়ার বিষয়টি ঠিক ছিল।


মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির পরে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় ১৯৭১ সালে গণহত্যা করেনি বলে বিবৃতি দেয়। এরপর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত শীতল হয়েছে।
পাকিস্তানের কূটনীতিক ফারিনা আরশাদ সেকেন্ড সেক্রেটারি হিসেবে বাংলাদেশে প্রায় তিন বছর কর্মরত ছিলেন ।
আরশাদ এক বছর ধরে গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণে ছিল তার সন্দেহজনক গতিবিধির জন্য। পরবর্তীতে ফারিনা আরশাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাওয়ার পর তাকে চলে যেতে বলা হয়।
এর আগে গত বছর জানুয়ারি মাসে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা মোহাম্মাদ মাজহার খানকে চলে যাবার জন্য নির্দেশনা দেওয়া হয়।
মাজহার খানকে জাল নোটসহ পুলিশ বনানী থেকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ ছিল।
পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় তার [মাজহার] অবৈধ কার্যক্রম সম্পর্কে প্রমাণসহ জানতে পারার পর পাকিস্তান মিশনকে তাকে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পররাষ্ট্র নীতিতে কোনও কূটনীতিকের কর্মকাণ্ড কোনও দেশ পছন্দ না করলে সেই দূতাবাসকে সতর্ক করে দেওয়া হয় এবং পরবর্তীতে একই ধরনের কার্যকলাপে লিপ্ত থাকলে তাকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে দেশ ত্যাগ করতে বলা হয়।
/এসএসজেড/এইচকে/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন
পোশাক শিল্পের হাত ধরেই দেশ উন্নত হবে: পাটমন্ত্রী
পোশাক শিল্পের হাত ধরেই দেশ উন্নত হবে: পাটমন্ত্রী
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল