X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ঢাকাসহ অনেক অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২১, ১৩:১৩আপডেট : ০১ মে ২০২১, ১৩:১৩

কুষ্টিয়া ও যশোরসহ ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে দিনের তাপমাত্রা কমতে পারে। আবহাওয়া অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে। 

আবহাওয়া অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলি, রাঙামাটি, ফেনী, পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার কুমারখালীতে বৃষ্টি হয়েছে। আজ ও আগামীকাল দেশের বেশ কিছু জায়গায় আরও বৃষ্টি হতে পারে। এরপর চলতি সপ্তাহ জুড়ে থেমে থেকে অনেক জায়গায় বৃষ্টি হবে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা বেগম বলেন, ‘ঢাকা ও এর আশেপাশের এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে।’ এ সপ্তাহে অনেক এলাকায় থেমে থেমে ঝড়-বৃষ্টি হতে হবে বলে তিনি জানান।

এদিকে রাঙামাটি, নেত্রকোনা, নোয়াখালী, কুমিল্লা, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কমে আসতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ৩৭ দশমিক ২, ময়মনসিংহে ৩৫ দশমিক ৫, চট্টগ্রামে ৩৪ দশমিক ১, সিলেটে ৩৬ দশনিক ৩ , রাজশাহীতে ৩৭ দশমিক ৪, রংপুরে ৩৫, খুলনায় ৩৭ দশমিক ৪ এবং বরিশালে আজ ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আফরোজা বেগম বলেন, ‘গত দুই দিনের চেয়ে তাপমাত্রা কম থাকলেও আদ্রতার কারণে গরমের অনুভূতি বেশি হচ্ছে। আজ ও আগামীকাল বৃষ্টি হলে তাপের এই অনুভূতি আরও কমে আসবে।’

 

 

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী