X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘জন্মগত কালো’কে সাদা করে দেওয়ার রমরমা ব্যবসা!

উদিসা ইসলাম
১৪ মে ২০২১, ১৮:৪৫আপডেট : ১৪ মে ২০২১, ১৮:৪৫

ফেসবুক লাইভে দিনরাত রঙ ফর্সাকারী ক্রিমের লাইভ ঘুরে বেড়াচ্ছে। অবাস্তব রমরমা সব অফার নিয়ে চড়া দামে বিক্রি হচ্ছে কোরিয়ান ও থাই ক্রিম। ‘জন্মগত কালো’কে সাদা করে দেওয়া, একই ক্রিমে ব্রন, মেসতা ও ডিপ ক্লিন সবই হবে যাবে। চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, ক্রিমে একটা লেভেল পর্যন্ত কালো রঙ সাদা হবে নিশ্চিত। কিন্তু সেটি দ্বিগুণ ক্ষতিকর ফলাফল বয়ে আনতে পারে। ত্বক ভীষণ সেনসেটিভ, প্রত্যেকেটা আলাদা আলাদা। সেটি না দেখে এক ক্রিম সবাই ব্যবহার করলে বিপজ্জনক পরিণতি হতে পারে।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব) বলছে, এ ধরনের অনলাইন কেনাবেচার সুনির্দিষ্ট নীতিমালা ও মনিটরিং জরুরি। ক্রেতাদেরও সাবধান হওয়ার কথা বলছে তারা।

ফেসবুকে কয়েকটি পেজের মাধ্যমে রঙ ফর্সা করার ক্রিম বিক্রি করা হয় (প্রচারণা হয়ে যাবে বলে নাম উল্লেখ করা হলো না)। এসব পেজে লাখ লাখ লাইক। রঙ ফর্সা করার অফারে বলা হয়— এক ক্রিম একইসঙ্গে ব্রন সারাবে, ডিপ ক্লিন করবে, মেসতা সরিয়ে ত্বক পরিষ্কার করে দেবে। একেকটি ক্রিম ১৩৫০ থেকে ১৭৫০ টাকা দাম। তাদের দাবি, ৮০ বছরের নারীর শরীরে থাকা ৪৫ বছরের মেসতার দাগ তুলে, এই ক্রিম তাকে ১৬ বছরের কিশোরীর মতো ত্বক উপহার দিয়েছে— এমন উদাহরণও আছে।

সিলেটের রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ডারমাটোলজিস্ট ডা. আব্দুল হাই বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনলাইনে যেসব রঙ ফর্সাকারী ক্রিম বিক্রি হচ্ছে, তা বেশিরভাগই ক্ষতিকর। এতে স্ট্রং স্টরয়েড থাকে। ফলে রঙ হয়তো ফর্সা কিছুটা হয়, কিন্তু তা চিরস্থায়ী ক্ষতির কারণ হয়ে যায়। টানা একমাস ব্যবহার করার পরে আপনার স্কিন দুর্বল হয়ে যাবে। স্কিনে ফুসকুঁড়ি উঠবে এবং পক্ষান্তরে কালো দাগ হয়ে যাবে।’  

তিনি বলেন, ‘এ রকম রঙ ফর্সাকারী ক্রিম মেখে কালো  দাগ  নিয়ে অনেক রোগী আসেন আমাদের কাছে। স্ট্রং স্টরয়েডের কারণে যখন এগুলো হয়,তখন আমাদের কাছে আসেন।’

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ইক্যাবের মহাসচিব আব্দুল ওয়াহেদ তমাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা যেটা করি, আমাদের মেম্বার কোম্পানি হলে তাদের ধরতে পারি। অনলাইনে বিক্রির ক্ষেত্রে সরকারের কোনও রুলস রেগুলেশন নেই। বড় জোর কেউ কোনও প্রডাক্ট কিনে খুশি না হলে, ভোক্তা অধিকারে অভিযোগ করতে পারেন।’ তিনি বলেন, ‘অনেক অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান আছে যাদের পণ্যের মান নেই। ফেসবুকে তেমন অনেক উদ্যোক্তা আছেন, যারা আমাদের মেম্বার না। বাণিজ্য মন্ত্রণালয়কে তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে প্রস্তুাবও দিয়েছি। আমরা নীতিমালা প্রস্তুত করে দিয়েছি। সেটা গৃহীত হলে যেকোনও প্রতিষ্ঠান এ ধরনের প্রচারে ভয় পাবে।’

সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনও বিক্রি বৈধ না। কেননা, এসব ক্রিমে কতটা কেমিক্যাল আছে, বাংলাদেশের মানুষ  এর কতটুকু সহ্য করতে পারবে, এসব কিন্তু ভ্যারিফায়েড না। ফলে যেকোনও ধরনের ক্ষতিকর পণ্য অনলাইনে বিপনন করার কোনও সুযোগ নেই।’

এ বিষয়ে জানতে পেজগুলোর উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী