X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

দুটি এনজিও’র বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২১, ১৩:৪৪আপডেট : ১৯ জুন ২০২১, ১৩:৪৪

‘মানুষের জন্য ফাউন্ডেশন’ ও ‘বাঁচতে শেখা’ নামের দুটি এনজিও বিভিন্ন স্থানে সেমিনার করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও বিদ্বেষ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শনিবার (১৯ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ অভিযোগ তোলেন।

বক্তারা বলেন, আমরা দীর্ঘ দিন ধরে লক্ষ করছি, মানুষের জন্য ফাউন্ডেশন ও বাঁচতে শেখা এনজিও দুটি হিন্দু সম্প্রদায়ের বিধি বিধান পরিবর্তনের জন্য নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা হিন্দু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় যেকোনও অপ্রীতিকর ঘটনার জন্য হিন্দু সমাজ দায়ী থাকবে না।

তারা বলেন, হিন্দু উত্তরাধিকার আইনের কোনও ধরনের পরিবর্তন হিন্দু সমাজ সহ্য করবে না। ধর্মীয় বিধি বিধান রক্ষা করতে হিন্দু সমাজ সারাদেশে ব্যাপক আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে এবং হিন্দু বিধি বিধান রক্ষা করতে যেকোনও ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে।

বক্তারা আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, কথিত সুরক্ষা আইন হিন্দু সমাজের কোনও কাজে আসবে না। সংখ্যালঘু সমস্যার একমাত্র সমাধান জাতীয় সংসদে সংরক্ষিত আসন, পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং একটি সংখ্যালঘু মন্ত্রণালয় সৃষ্টি করা, যেখানে একজন মন্ত্রী থাকবেন। একইসঙ্গে ২০২১-২২ অর্থবছরে হিন্দু সম্প্রদায়ের জন্য জনসংখ্যা অনুপাতে ২ হাজার ২৫৮ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ করতে হবে এবং অতিরিক্ত ৫ হাজার কোটি টাকার থোক বরাদ্দ দিতে হবে; যা দিয়ে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণ করতে হবে। রথযাত্রায় একদিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে। হিন্দু ধর্মের বিধি বিধানের কোনও ধরনের পরিবর্তন করা যাবে না, করতে দেওয়া হবেও না। একইসঙ্গে মানুষের জন্য ফাউন্ডেশন ও বাঁচতে শেখা নামক হিন্দু ধর্মবিরোধী ও সমাজবিরোধী এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন রাখতে  হবে।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্ৰ প্রামাণিক। এ সময় আরও উপস্থিত ছিলেন মহাজোটের সপ্তর্ষি মণ্ডলের সদস্য রূপানুগ গৌর দাস ব্রহ্মচারী, হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, সিনিয়র সহ-সভাপতি প্রদীপ চন্দ্র, প্রদীপ কুমার সরকার, জগদীশ চন্দ্র রায় প্রমুখ।

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন