X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ১৮ মিলিমিটার বৃষ্টি, ডুবে গেছে সড়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১১:১৮আপডেট : ২২ জুন ২০২১, ১১:১৮

বৃষ্টি দিয়েই দিন শুরু হলো আজ রাজধানীবাসীর। মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ১৮ মিলিমিটার। এই বৃষ্টিতে ডুবে গেছে অলিগলিসহ অনেক বড় রাস্তা। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায়, ৯৫ মিলিমিটার।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘অনেক বৃষ্টি হয়েছে মনে হলেও আসলে বৃষ্টির পরিমাণ ছিল ১৮ মিলিমিটার, যা আগের কয়েকদিনের তুলনায় অনেক কম। আজ সারাদিন ঢাকায় বৃষ্টি হবে না। দুপুরের পর কমে আসবে। তবে ঢাকা ছাড়া অন্য বিভাগগুলোতে থেমে থেমে সারাদিন বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা নেই আজ।’ তবে আজ বিকাল ৪টা পর্যন্ত নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে অধিদফতর।

নাজমুল হক বলেন, ‘এই বৃষ্টিতে ঢাকা তো ডুবে যাওয়ার কথা না। ডুবে গেছে আমার আপনার কারণে। যতদিন পলিথিনসহ ময়লা আবর্জনা আমরা সঠিক জায়গায় না ফেলবো, ততদিন এই ভোগান্তি কাটবে না।’

বৃষ্টির পানিতে তলিয়ে আছে রাজধানীর একটি সড়ক গত ২৪ ঘণ্টায় বিভাগীয় শহরগুলোর মধ্যে ময়মনসিংহে ২৭ মিলিমিটার, চট্টগ্রামে ২, সিলেটে ৭, রাজশাহীতে ১, খুলনায় ১ এবং বরিশালে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এক সতর্ক বার্তায় বলা হয়, রাজশাহী, রংপুর, বগুড়া, পাবনা, দিনাজপুর, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পূর্ব-উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও মধ্যাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে। এসবের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।  

 

/এসএনএ/আইএ/
সম্পর্কিত
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বশেষ খবর
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা