X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘অন্য দেশে স্বাস্থ্যকর্মীদের স্যালুট দেয়, আর আমাদের দেশে অপমান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২১, ১৮:২২আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৮:৩৬

জীবন বাজি রেখে গেল দেড়বছর ধরে চিকিৎসক-নার্সরা কাজ করছেন; যাদের অনেকেই করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তারপরও আমাদের দেশে একটা প্রবণতা আছে- স্বাস্থ্য বিভাগকে কিভাবে খাটো করে দেখানো যায়। মানুষের এমন ‘মনোবৃত্তির’ সমালোচনা করে তিনি বলেন, পৃথিবীর কোথাও এমন হয় নাই। কেউ অন্য একটা রাষ্ট্রেও এমন উদাহরণ দেখাতে পারবেন না, যেখানে স্বাস্থ্য বিভাগের লোকদের অপমানিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে কথা বলা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, আমাদের বিভিন্ন জায়গায় এমনটা হয়েছে, অথচ অন্য দেশে স্বাস্থ্যকর্মীদের স্যালুট করেছে। এটা (স্বাস্থ্যসেবার সমালোচনা) খুবই দুঃখজনক বিষয়।       

শনিবার (২৪ জুলাই) ‘কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি’ শীর্ষক স্বাস্থ্যমন্ত্রীর সাথে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সদস্যভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

করোনার এই ভয়াবহ প্রকোপে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্যবিধি মানতে চাই না, দোকানপাট এবং ঈদের সময় গরুর হাটে মানুষের যাওয়া আসাতে নিশ্চয়ই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এটা (ফলাফল) আমরা আগামীতে দেখতে পারবো। সরকার চেষ্টা করেছে, আইন করেছে, জেলে ঢুকিয়েছে- তারপরও শোনেনি, বেপরোয়াভাবে ঘুরেছে। এর কারণে কিছুটা বাড়ছে সংক্রমণ এটা আমরা আশংকা করছি। এখন লকডাউনের মধ্যে গাড়ি-ঘোড়া বন্ধ, তারপরও মানুষ হেঁটে চলে আসছে, এটা একটা আশ্চর্যজনক বিষয়।

তবে সংক্রমণ বেড়ে যাওয়ার আরেকটা কারণ এখনও ভ্যাকসিন দিতে না পারা- এটা স্বীকার করে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করেছি, এখন আমাদের হাতে ভ্যাকসিন এসেছে। আমাদের হাতে এখনও ১ কোটির বেশি ভ্যাকসিন আছে। আগামী ৩-৪ দিনের মধ্যে আরও ৩০ লাখ ভ্যাকসিন আসবে, তাতে আমাদের হাতে প্রায় দেড় কোটি ভ্যাকসিন থাকবে। আগস্টে ফাইজারের আরও ৬০ লাখ ভ্যাকসিন আসার কথা আছে। সেটার আমরা এখনও কনফার্মেশন পাইনি। আগস্ট মাসে আমাদের হাতে প্রায় ২ কোটি ভ্যাকসিন থাকবে। এটা একটা আশাব্যঞ্জক কথা।

তিনি আরও বলেন, শহরের চেয়ে গ্রামে আক্রান্ত হচ্ছে বেশি, প্রায় ৭৫ শতাংশই গ্রামে। গতবার যখন আমরা পেয়েছি ভ্যারিয়েন্ট সেটা আমরা ইউরোপ কিংবা মধ্য প্রাচ্য থেকে পেয়েছি। তখন শহরে আক্রান্তের সংখ্যা ছিল বেশি। ভারতে ডেল্টা ভ্যারিয়েন্ট পিকে যেতে প্রায় ৩ মাস সময় লেগেছে। আমি মনে করি এরকমই একটা সময় লাগার সম্ভাবনা রয়েছে। তবে সমস্যা হচ্ছে– ১০ জায়গায় সংক্রমিত হলেও চিকিৎসা দেওয়ার জায়গা কিন্তু একটা; তা হচ্ছে হাসপাতাল। ১০ জায়গা থেকে সংক্রমিত হয়ে মানুষ এক জায়গায় আসবে। সেজন্য আমরা সব জায়গায় সমালচনার মুখে পড়ি। ১০ জায়গায় সংক্রমিত হবেন, আর হাসপাতালের বেড রেডি থাকবে- এটা তো সম্ভব না। ১০ গুণ বেশি সংক্রমিত হলে হাসপাতালের বেড তো কমই পড়বে। কিন্তু আমরা যেভাবে প্ল্যান করেছি এখন পর্যন্ত কম পড়েনি।

সভায় আরও যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম, ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিপিএমসিএ সভাপতি এম এ মুবিন খানসহ দেশের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিনিধিরা।

/এসও/ইউএস/
সম্পর্কিত
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিঅফিস টাইমে চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসে থাকলে ব্যবস্থা
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী