X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

শফিকুল ইসলামের একক চিত্র প্রদর্শনী চলছে মৃন্ময় আর্ট গ্যালারিতে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ জুলাই ২০২১, ০২:৫১আপডেট : ২৮ জুলাই ২০২১, ০২:৫১

চট্টগ্রামে মৃন্ময় আর্ট গ্যালারির আয়োজনে চলছে প্রয়াত শিল্পী অধ্যাপক শফিকুল ইসলামের একক চিত্র প্রদর্শনী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথম একক চিত্র প্রদর্শনী করা শিল্পী। ‘দ্য সিক্রেট আর্ট অব দ্য মিস্টেরিয়াস আর্টিস্ট’ শিরোনামে এই প্রদর্শনীটি শুরু হয়েছে ১৮ জুলাই এযং চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

প্রদর্শনীটি উদ্বোধন করেন অধ্যাপক শফিকুল ইসলামের সহধর্মিনী নিলুফা আখতার। এসময় উপস্থিত ছিলেন মৃন্ময় আর্ট গ্যালারির ফাউন্ডার সামিনা এম. করিম, চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক জাহিদ আলী চৌধুরী, সিনিয়র রিপোর্টার ডেইজি  মওদুদ, শিল্পীর সন্তান ফাইজুস মাসুম, নওরিন ইসলাম ও পুত্রবধূ সানজিদা পিংকিসহ আরও অনেকে।

অধ্যাপক শফিকুল ইসলামের শিল্পকর্ম

সামিনা এম করিম বলেন, অধ্যাপক শফিকুল ইসলাম স্যার ২০১৮ সালে আমাদের ছেড়ে চিরবিদায় নেন এবং তিনি কয়েকশ’ শিল্পকর্ম রেখে গেছেন। সেই থেকে মৃন্ময় আর্ট গ্যালারি এই প্রদর্শনীটি করার সিদ্ধান্ত নিয়েছে কারণ এটি চারুকলার অনেক শিক্ষক, ছাত্র-ছাত্রী ,শিল্পপ্রেমিক ও মানুষকে তার কাজগুলো থেকে জানতে ও শিখতে সক্ষম করবে।

শিল্পীর সন্তান ফাইজুস মাসুম বলেন, আমার বাবাকে সারাজীবন দেখেছি শুধু ছবিই আঁকতে। তার সব ধ্যান ও প্রেম ছিল শিল্পকর্মের ওপর। প্রচারবিমুখ নিভৃতচারী এই শিল্পীর শিল্পকর্মগুলো বাংলাদেশের শিল্প জগৎকে অনেক বেশি সমৃদ্ধ করবে।

৫৭টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বার্জার পেইন্টস ও বিএসআরএম ইভেন্টটি স্পনসর করছে। প্রদর্শনীটি আর্ট গ্যালারি এবং অনলাইনেও অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, শফিকুল ইসলামের করা বাংলাদেশের প্রথম একক চিত্র প্রদর্শনীটি ১৯৭২ সালে উদ্বোধন করেছিলেন স্বাধীনতার প্রধান সেনাপতি জেনারেল ওসমানী ও বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধুর বিশিষ্ট সহচর এম.এ.আজিজ। শিল্পী গড়ার এই কারিগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগে ৩০ বছর অধ্যাপনা করেছেন।

সূত্র: প্রেস রিলিজ

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!