X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বৃষ্টি কিছুটা কমলেও ৪ আগস্টের পর বাড়তে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৪:০০আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৪:০০

লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে  বৃষ্টি হতে পারে। তবে তা আগের দুই দিনের তুলনায় কম হওয়া সম্ভাবনা রয়েছে। আগামী ৪ আগস্ট থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে রবিবার (১ আগস্ট) জানিয়েছে আবহাওয়া অধিদফদতর। এ কারণে দেশের নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের অনেক এলাকায় বিশেষ করে দক্ষিণ-পশ্চিম দিকে বৃষ্টির শঙ্কা রয়েছে। তবে আগের দুই দিনের তুলনায় আজ  বৃষ্টি কম হবে।  আগামী ৪ আগস্টের পর বৃষ্টি বাড়বে। নদী বন্দরগুলোতে আগের মতোই সতর্ক সংকেত রাখা হয়েছে।’

আবহাওয়া অধিদফতর জানায়, সৃষ্ট  লঘুচাপটি ভারতের উত্তর প্রদেশ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায়  চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বরিশাল, ঢাকা,  রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের  ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।  

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সন্দ্বীপে ৯৫ মিলিমিটার।  এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৪, চট্টগ্রামে ১০, সিলেটে ১৪, রংপুরে ১৪, খুলনায় ২২ মিলিমিটার এবং রাজশাহী ও বরিশালে  সামান্য বৃষ্টি হয়েছে।

নদী বন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় বলা হয়—  পাবনা, টাঙ্গাইল,  ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী,  নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গিলের সেঞ্চুরিতে বার্মিংহাম টেস্টের প্রথম দিন ভারতের
গিলের সেঞ্চুরিতে বার্মিংহাম টেস্টের প্রথম দিন ভারতের
বৈষম্যবিরোধী-এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বৈষম্যবিরোধী-এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বিবিয়ানায় ফুরিয়ে আসছে গ্যাসের মজুত: শঙ্কার মুখে দেশের জ্বালানি নিরাপত্তা
বিবিয়ানায় ফুরিয়ে আসছে গ্যাসের মজুত: শঙ্কার মুখে দেশের জ্বালানি নিরাপত্তা
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
সর্বাধিক পঠিত
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল