X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ডিআরইউ অর্থ সম্পাদকের ওপর হামলা, হত্যার হুমকি

১৩ জানুয়ারি ২০১৬, ২৩:৪১আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ২৩:৪৫



ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর  অর্থ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান কাজল সাতক্ষীরায় নিজ বাড়িতে বেড়াতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর  অর্থ বিষয়ক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল বাংলার সংবাদ২৪ এর বিশেষ প্রতিনিধি মো. কামরুজ্জামান কাজল। একইসঙ্গে বুধবার সকালে একটি মোবাইল ফোন থেকে কল করে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনার পরপরই রাজধানীর আদাবর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৫৬৮) করেছেন তিনি।
কামরুজ্জামান কাজল ঢাকায় কর্মরত সাতক্ষীরার সাংবাদিকের সংগঠন জার্নালিস্ট ক্লাব অব সাতক্ষীরা, ঢাকার প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার  কার্যনির্বাহী কমিটির সদস্য।
জানা যায়, গত রবিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নবজীবন  ইনস্টিটিউট সংলগ্ন রাস্তায় তার উপর হামলা চালায় অজ্ঞাত দুই সন্ত্রাসী। তারা কামরুজ্জামান কাজলকে পিটিয়ে আহত করে  রাস্তায় ফেলে চলে যায়। পরে পথচারীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। জ্ঞান ফিরলে তিনি জানান, ঢাকা ফেরার জন্য তিনি বাসের টিকিট কাটতে কদমতলা থেকে সাতক্ষীরা শহরে আসছিলেন। পথে  মোটরসাইকেলে করে দুই ব্যক্তি পেছন থেকে তার পিঠে ও মাথায় লম্বা ভারী কিছু দিয়ে  আঘাত করে। এ সময় হামলাকারীদের একজন বলে,‘তোকে সাতক্ষীরা আসতে নিষেধ  করেছিলাম, এসেছিস কেন? তারা চলে যাওয়ার সময় আরও বলে, এবার জানে (প্রাণে) মারলাম না। এরপর সাতক্ষীরা এসে লাশ ফেলে দেব।
ঠিক কী কারণে এবং কারা এই হামলা করেছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তবে কাজল জানান, গত ঈদ উল ফিতরের আগে একটি মোবাইল ফোন থেকে তাকে কল করে সাতক্ষীরা আসতে নিষেধ করে অজ্ঞাত এক ব্যক্তি। সাতক্ষীরা এলে তাকে হত্যা করা হবে বলেও সেসময় হুমকি দেওয়া হয়। কিন্তু বিষয়টি তিনি আমলেই নেননি। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং ৪৫১)।
কাজল জানিয়েছেন তার পরিবারের সদস্য এবং ডিআরইউ নেতৃবৃন্দের সঙ্গে  আলোচনা করে তিনি মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এদিকে ডিআরইউ এর অর্থ সম্পাদকের উপর হামলা ও হত্যার হুমকির নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ বিষয়ে এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি মো.জামাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদ এ দাবি জানান। 

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
চিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে