X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘ছাত্রনেত্রীদের নিয়ে করা মন্তব্যগুলো বিকৃত মানসিকতার পরিচায়ক’

আবিদ হাসান
০৭ ডিসেম্বর ২০২১, ০১:৩৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০১:৩৬

ফেসবুক লাইভে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেত্রীদের নিয়েও অনুরূপ বক্তব্য দেন। ডা. মুরাদের বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়ার পরে তার মানসিকতাকে বিকৃত বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে ডা. মুরাদ হাসানের মন্তব্যে বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীরা। তারা বলছেন, বিকৃত মানসিকতার কারণে তথ্য প্রতিমন্ত্রী এই ধরনের মন্তব্য করেছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও সুফিয়া কামাল হলের সাধারণ সম্পাদক তিলোত্তমা সিকদার বলেন, "ছাত্রনেত্রীদের নিয়ে করা মন্তব্যগুলো বিকৃত মানসিকতার পরিচায়ক। তিনি যে মন্তব্য করেছেন তা সমর্থন করা তো দূরের কথা, সহ্যও করা যায় না।"

তিনি বলেন, বঙ্গবন্ধু বীরাঙ্গনাদের সন্তানের পিতার নামের স্থলে তাঁর নাম লিখে দিতে বলেছিলেন—মেয়েদের এতটা সম্মান দিয়েছিলেন তিনি। নারীদের জন্য চাকরিতে দশ শতাংশ কোটা বঙ্গবন্ধু চালু করেছিলেন। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে সপ্তম স্থান অধিকার করেছে। এমন পরিস্থিতিতে একজন দায়িত্বশীল ব্যক্তির এ ধরণের মন্তব্যকে আমরা বিকৃত মানসিকতা বলতে বাধ্য হই। এই ধরনের মন্তব্য সহ্য করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রলীগ নেতাকর্মীরা।

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাবির শামসুননাহার হলের আবাসিক শিক্ষার্থী জেসমিন শান্তা বলেন, " শুধু আমাদেরকেই না, তিনি আরও অনেকের উদ্দেশেই এ ধরনের মন্তব্য করেছেন। এমন মন্তব্য গ্রহণযোগ্য না। মেয়েদের প্রতি তার যে বিদ্বেষ আমরা দেখেছি তা অনাকাঙ্খিত।

রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্নী বলেন, "ওই বক্তব্য শোনার পর থেকে ওনার সম্পর্কে কোনও কথা বলার রুচি নেই। একজন সাধারণ মানুষের যদি ঘরে মা থাকে, বোন থাকে—তাহলে কখনওই সে নারীদের নিয়ে এ ধরনের নোংরা মন্তব্য করতে পারে না। তার এমন বক্তব্য সত্যিই লজ্জার। তিনি যা বলেছেন তা ক্ষমার অযোগ্য। তার শুধু বহিষ্কার নয়, তার শাস্তিও আমরা চাই!"

/এমএস/
সম্পর্কিত
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আছি: তথ্য প্রতিমন্ত্রী
‘সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হন সেটা নিশ্চিত করা হবে’
সরকার সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’