X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্যানারি শিল্পের দূষণ রোধে রোডম্যাপ জরুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২২, ১৯:০৪আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৯:০৪

হেমায়েতপুরে ট্যানারির আশেপাশের এলাকায় বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থের উপস্থিতি বেশ ভালোভাবেই লক্ষ্য করা যায়। অতি উচ্চমাত্রার অক্সিজেনের চাহিদা, অম্লতা, অ্যামোনিয়া ও ফেনলের উপস্থিতি মানুষ ও অন্যান্য প্রাণিদের জন্য ক্ষতিকারক। আমরা ট্যানারি শিল্পকে ধ্বংস হতে দিতে চাই না। আমরা চাই, দূষণ বন্ধ করে পরিবেশসম্মতভাবে এই শিল্পের কলেবর আরও বাড়ানো  হোক। এর জন্য সরকারকে রোডম্যাপ করতে হবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি)  ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে ট্যানারি শিল্পের বর্জ্যে কারণে নদী দূষণ বন্ধে ‘ট্যানারি শিল্প ও নদী দূষণ’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন।

বুড়িগঙ্গার তীরবর্তী বছিলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকাকে দূষণের হাত থেকে রক্ষা করে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ইউএসএআইডি, এফসিডিও এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহায়তায় ওয়াটারকিপার্স বাংলাদেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের যৌথ প্রচেষ্টোয় এই সংলাপটি অনুষ্ঠিত হয়।

ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিলের সঞ্চালনায়  সংলাপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতা ইলিয়াসুর রহমান বাবুল এবং ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতা এবিএম মাসুদ। সংলাপে আরও উপস্থিত ছিলেন— জাতীয় নদী রক্ষা কমিশনের এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লইমেট চেঞ্জ এক্সপার্ট মনির হোসেন চৌধুরী, পরিবেশ অধিদফতরের প্রতিনিধি ফাতেমা-তুজ-জোহরা, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি)’র চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, বছিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলায়মান, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক মো. রাকিবুল ইসলাম, বারসিকের প্রকল্প ব্যবস্থাপক ফেরদৌস আহমেদ, সিইউপি’র প্রকল্প ব্যবস্থাপক  মাহবুল হক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির রুমানা আফরোজ দীপ্তি, ওয়াটারকিপার্স বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী মো. কামরুজ্জামানসহ আরও অনেকে।

সংলাপ অনুষ্ঠানে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর পানির মান নিয়ে বিজ্ঞানভিত্তিক গবেষণালব্ধ ফল উপস্থাপনা করেন কনসোর্টিয়াম সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নূরুল ইসলাম। তিনি বলেন, ‘হেমায়েতপুর ট্যানারির আশেপাশেরর এলাকাগুলোতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থের উপস্থিতি বেশ ভালোভাবেই লক্ষ্য করা যায়। অতি উচ্চমাত্রার অক্সিজেনের চাহিদা, অম্লতা, অ্যামোনিয়া ও ফেনলের উপস্থিতি মানুষ ও অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকারক।’ তিনি বলেন, ‘সিসিএমই সূচকে ঢাকার অন্যান্য অঞ্চলের চেয়ে হেমায়েতপুরের অবস্থান সবার নিচে, যা পানির গুণমানকে সর্বদাই হুমকির মুখে রাখে। যেহেতু হেমায়েতপুর উজানে অবস্থিত এবং ধলেশ্বরী বুড়িগঙ্গার উপনদী, সেহেতু হেমায়েতপুরের পানিই পরবর্তীতে ঢাকায় প্রবেশ করে।’

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা