X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হামলায় বানচাল টিএসসির কাওয়ালি আসর

ঢাবি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ২০:২৭আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২৩:৫২

ছাত্রলীগের হামলায় বানচাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আয়োজিত কাওয়ালি গানের আসর। বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কাওয়ালি গানের ওই আসর। সে অনুযায়ী প্রস্তুতিও চলছিল। অনুষ্ঠান শুরু হতে কিছুটা দেরি হচ্ছিল। এমন সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে অনুষ্ঠান বানচাল করে দিয়েছে বলে দাবি আয়োজকদের। হামলায় বিশ্ববিদ্যালয়ের দর্শন ও অর্থনীতি বিভাগের দুই নারী শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ১১ জন আহত হয়। তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের দাবি, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনও সংশ্লিষ্টতা নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। এ সময় ঢাবি জসীমউদদীন হল, জহুরুল হক হল ও ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে ঢুকে মঞ্চ ও সামনের চেয়ার ভাঙচুর করে। তখন মোবাইলে ভিডিও করতে গিয়ে আহত হন দৈনিক আমার সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জালাল উদ্দীন।

আয়োজকদের অভিযোগ, সকালে যখন আমরা অনুষ্ঠানের প্রস্তুতি নিই, তখন আমাদের বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সেখানে অনুষ্ঠান করতে নিষেধ করেছেন। তখন সাদ্দাম হোসেনকে ফোন দিলে প্রক্টরের সঙ্গে কথা বলতে বলেন। এরপর হঠাৎ আমাদের মাইক হারিয়ে যায়। এছাড়া আমাদের নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। সন্ধ্যা সাতটার দিকে আমাদের অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। তারা আমাদের স্টেজ, চেয়ার ও সাউন্ডবক্স ভাঙচুর করে।

তারা জানান, অনুষ্ঠান করার বিষয়ে মৌখিক অনুমতি নেওয়া হয়েছে।

বিষয়টির প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বাম ছাত্র সংগঠনের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা। তারা প্রতিবাদ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে প্রক্টর অফিসের সামনে জড়ো হন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর একেএম গোলাম রাব্বানী ঘটনাস্থল পর্যবেক্ষণ শেষে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন,  এরকম ঘটনার সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ত থাকার কোনও কারণ নেই। আমরা জেনেছি, এ ধরনের অনুষ্ঠান শরিয়তসম্মত কিনা, নারীরা থাকতে পারবেন কিনা, গান-বাজনা করা কতটা ঠিক সেসব নিয়ে আয়োজকদের দুই দলের মধ্যে মতবিরোধ থাকায় এমন ঘটনা ঘটতে পারে। এর সঙ্গে ছাত্রলীগকে জড়ানোর চেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
সর্বশেষ খবর
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!