X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

লিয়াকত আলী লাকীসহ দু’জনকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
০৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৬

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদকে পদ থেকে অব্যাহতির চিঠি প্রত্যাহারের জন্য সংগঠনটির চেয়ারম্যান লিয়াকত আলী লাকী ও প্রচার সম্পাদক মাসুদ আলম বাবুকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) কামাল বায়েজিদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, ২০১৮ সালের ৫ মে গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২৩তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে ভোট শেষে ফল ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন লোকনাট্য দল (সিদ্ধেশ্বরী)-এর লিয়াকত আলী লাকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঢাকা থিয়েটারের কামাল বায়েজিদ।

নোটিশে গত ২২ জানুয়ারি দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনের কথা বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, আর্থিক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও সাংগঠনিক স্বেচ্ছাচারিতার অভিযোগে সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ ও অর্থ সম্পাদক রফিক উল্লাহ সেলিমকে অব্যাহতি দিয়েছে গ্রুপ থিয়েটার ফেডারেশন। ২২ জানুয়ারি সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে ফেডারেশনের প্রচার সম্পাদক মাসুদ আলম বাবুর সই করা এক চিঠিতে উল্লেখ করা হয়।

‘দেশের তিন শতাধিক নাট্যদলের প্রতিনিধিত্ব করা ৪০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই সংগঠনটিতে প্রথমবার কোনও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটলো। ১৯৮০ সালের ২৯ নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল এই সংগঠনটি। পরে কামাল বায়েজিদ বলেছেন, তার অনুপস্থিতিতে পর্ষদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক আইনের আশ্রয় নেওয়া হবে।

তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে কামাল বায়েজিদ বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তাই এই নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে কামাল বায়েজিদকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। 

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আগের জামানতে ফিরতে সিইসিসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ
সলঙ্গা গণহত্যা দিবসকে জাতীয় দিবসের স্বীকৃতি দিতে আইনি নোটিশ
বেইলি রোডে আগুন: ৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা