X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৭

রাজধানীর কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠ রক্ষার দাবি জানিয়েছেন এলাকার শিশু-কিশোর ও অভিভাবকেরা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে পশ্চিম পান্থপথে এক মানববন্ধনের আয়োজন করে কলাবাগান এলাকাবাসী। মানববন্ধন শেষে মাঠ রক্ষার দাবিতে মিছিল করেন আন্দোলনকারীরা। এ সময় তারা নানা স্লোগান দেন।  

মাঠ রক্ষার দাবিতে ‘তেঁতুলতলা মাঠ আমাদের প্রাণের দাবি’ ব্যানারে চলমান রয়েছে এই আন্দোলন। একই নামে আন্দোলনকারীরা ফেসবুকে একটি গ্রুপও পরিচালনা করছেন। এপর্যন্ত ওই গ্রুপে এক হাজারের বেশি সদস্য যুক্ত হয়েছেন। আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না বলেন, ‘তেঁতুলতলা মাঠটি বৃহত্তর কলাবাগান এলাকার একমাত্র মাঠ। এখানে সারা বছর শিশু-কিশোররা খেলাধুলা করে। তা ছাড়া বিভিন্ন সময় মিনি ফুটবলসহ নানা টুর্নামেন্টের আয়োজন করা হয়৷ এ ছাড়া এলাকার কেউ মারা গেলে লাশ গোসল ও জানাজাসহ বিভিন্ন সামাজিক কাজেও মাঠটি ব্যবহার করা হয়। এই মাঠ আমরা হারাতে চাই না।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন তেঁতুলতলা মাঠটি স্বাধীনতার পর থেকে স্থানীয় শিশু-কিশোররা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল। এ মাঠে জায়গার পরিমাণ ২০ কাঠা। কলাবাগান এলাকায় প্রতি কাঠা জায়গার দাম বর্তমানে পাঁচ কোটি টাকা করে। সেই হিসেবে মাঠের জায়গাটির দাম রয়েছে প্রায় ১০০ কোটি টাকা। শত কোটি টাকা দামের মাঠটিতে দীর্ঘ দিন ধরে নজর রয়েছে বিভিন্ন দখলদারের। ২০২০ সালে ওই মাঠে কলাবাগান থানার জন্য নির্ধারিত স্থান লেখা একটি সাইনবোর্ড টানানো হয়। তখন এলাকাবাসী প্রতিবাদ করেন। এতে সাইনবোর্ডটি খুলে ফেলা হয়। কিন্তু চলতি বছরের ৩১ জানুয়ারিতে মাঠের চারদিকে কাঁটাতারের বেড়া দেওয়া হয়৷ একইসঙ্গে কলাবাগান থানার কয়েকজন পুলিশ সদস্য রুটিন করে মাঠটি পাহারা দিচ্ছেন।

ফেব্রুয়ারির শুরুর দিকে স্থানীয় শিশুরা খেলতে এলে তাদের কান ধরে উঠবস করান থানার কয়েকজন পুলিশ সদস্য। সেইসঙ্গে তারা যেন আর কখনও ওই মাঠে খেলতে না যায়, সেজন্য শিশুদের ভয় দেখানো হয়। বিষয়টি গণমাধ্যমে ওঠে আসলে শিশুদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় কলাবাগান থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
গাম্বিয়ার কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা
গাম্বিয়ার কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে