X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

প্যাকেজিং কাগজের মূল্যবৃদ্ধিতে ব্যবসায়ীদের পাঁচ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৯

প্যাকেজিং কাগজের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি ও বিগত ২০১৯-২০ অর্থবছরের ঘোষিত বাজেটে সরকারের ‘অযৌক্তিক ও একপেশে অপরিবর্তিত রাজস্ব নীতি’র কারণে স্থানীয় প্যাকেজিং শিল্প বন্ধের প্রক্রিয়ার বিরুদ্ধে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সংগঠনটির সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এসময় দাবি উত্থাপনসহ লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি এম এ বাশার পাটোয়ারী ও সহ-সভাপতি শাজাহান কামাল সাজু।

লিখিত বক্তব্যে তারা বলেন, একটি গণতান্ত্রিক দেশে আইন সবার জন্য সমান অথচ বিগত বাজেটে অসম রাজস্ব নীতি ও বৈষম্যমূলক আইনের মাধ্যমে ছোটদের আরও ছোট এবং বড়দের আরও বড় করার সুযোগ করে দিয়েছে। পক্ষান্তরে পেপার মিলগুলোর স্বেচ্ছাচারিভাবে কাগজের মূল্য বৃদ্ধি করায় প্যাকেজিং মালিকদের বিপুল লোকশানের সম্মুখীন করেছে। 

এসব কারণ দেখিয়ে সংবাদ সম্মেলনে প্যাকেজিং শিল্প বাঁচাতে সরকারের সকলের প্রতি পাঁচটি দাবি তুলে ধরা হয়। প্রতি বছর ‘অযৌক্তিকভাবে কাগজের মূল্যবৃদ্ধি করে অতি মুনাফা অর্জনের নিয়ম বন্ধ করতে’ নীতি প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সংগঠনটির দাবি, প্যাকেজিং শিল্পের সকল সমস্যা মোকাবেলায় সরকারি রুগ্ন ও লোকসানি কাগজকল কর্ণফুলি পেপার মিলের মত প্রতিষ্ঠানগুলোকে আয় থেকে দায়শোধ প্রক্রিয়া ‘বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনকে হস্তান্তরের ব্যাবস্থা গ্রহণ করলে সকল প্যাকেজিং শিল্প ‘রক্তচোষাদের’ হাত থেকে রক্ষা পাবে এবং বন্ডেড সুবিধাভোগীদের আমদানি কমে গিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

তারা আরও বলেন, বাংলাদেশে একমাত্র লোকাল প্যাকেজিং শিল্প ১০০ শতাংশ ভ্যাট ও ট্যাক্স দিয়ে সরকারের রাজস্ব আদায়ে অগ্রণী ভূমিকা রাখছে। আমাদের সমস্যাগুলি সমাধান করলে এই খাত থেকে আরো আধিক রাজস্ব আহরিত হবে। 

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মীর রায়হান আরিফ, সহ-সভাপতি সৈয়দ ফখরুল আলম, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা