X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মুসলিম বিশ্বের ঐক্যের জন্য পাকিস্তানকে প্রয়োজন: ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ১৬:৩১আপডেট : ০২ মার্চ ২০২২, ১৬:৩১

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘ফিলিস্তিনিদের ওপর যে অন্যায় করা হচ্ছে তা থেকে তাদের রক্ষা করা সব মুসলমান রাষ্ট্রের কর্তব্য। তবে এই কর্তব্য পরিপূর্ণ হবে না যদি পাকিস্তানকে যুক্ত না করা যায়। মুসলিম বিশ্বের ঐক্যের জন্য পাকিস্তানকে প্রয়োজন।’

বুধবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘জেরুজালেমের বুকে ইসরায়েলি সন্ত্রাস: বিশ্ব মানবতার দায়বদ্ধতা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে কুদস গ্লোবাল উইক বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমরা জানি ১৯৭১-এ পাকিস্তান আমাদের সঙ্গে অন্যায় করেছে। কিন্তু আমাদের নেতা শেখ মুজিবুর রহমান তাদের ক্ষমা করে গেছেন। জুলফিকার আলী ভুটোকে এ দেশে আমন্ত্রণ করেছেন। তাকে জড়িয়ে ধরেছিলেন। বলেছেন, “তোমাদের আমি ক্ষমা করে দিলাম।” তাহলে আমাদের এখন কিসের রাগ। তবে হ্যাঁ, আমরা এখন দাবি করতে পারি, আরেকবার তারা ক্ষমা চাইতে পারে।’

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘জামায়াতীদের বলতে পারি, আপনাদের গোয়ার্তুমি বাদ দেন। আরেকবার ক্ষমা চান। যদিও আপনারা অপরাধী না। আপনাদের বাবা-দাদারা অপরাধী। পরিষ্কার রাজনীতির ভেতর আসুন। একইভাবে আমি বলি, পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে।’

রোহিঙ্গা সমস্যার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য সারাদেশে যে আওয়াজ ওঠার কথা তা ওঠেনি। এর জন্য দুর্ভাগ্যবশত আমাদের প্রধানমন্ত্রী দায়ী। কেননা তিনি তাদের বললেন, “১৮ কোটি মানুষকে খাবার দিতে পারি, তাহলে এই ১২ লাখকেও খাবার দিতে পারবো।”  আগে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার করতে হবে। আজকে ফিলিস্তিনিরা যেমন যুদ্ধ করছে, তেমন আমাদের রোহিঙ্গাদের অস্ত্রসজ্জিত করতে হবে। ট্রেনিং দিতে হবে। তারা যাতে তাদের আরাকানকে মুক্ত করতে পারে। তা না করে দুর্ভাগ্যবশত ভারতের পাল্লায় পড়ে আমরা চীনকেও হারিয়েছি, রাশিয়াকেও হারিয়েছি।’

বাংলাদেশ ভারতের অনুগত রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘পাঁচ হাজার টন পাটবীজ আমদানি করছি ভারত থেকে।  আমরা পাটের দেশ, অথচ পাটের বীজ আমদানি করছি– এর থেকে দুর্ভাগ্য আর কী হতে পারে।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভারতের আধিপত্যবাদকে চিনতে শেখেন। কাশ্মিরকে সমর্থন দিন, কাশ্মিরের জনগণের মুক্তির জন্য সমর্থন দিন। ফিলিস্তিনকে সহযোগিতা করার জন্য তাদের একটা দূতাবাস করলেই যথেষ্ট নয়, তাদের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করুন। আমরা আপনার সঙ্গে থাকবো।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন– কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গবেষক ও রাষ্ট্রচিন্তক আসাদ পারভেজ, কুদস গ্লোবাল উইকের বাংলাদেশ অ্যাম্বাসেডর মুহাইমিনুল হাসান রিয়াদ প্রমুখ।

 

/জেডএ/এমএএ/
সম্পর্কিত
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
সর্বশেষ খবর
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা