X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডিএসসিসির সব মাঠ উন্মুক্ত করার নির্দেশ মেয়রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ১৭:১৯আপডেট : ০২ মার্চ ২০২২, ১৭:১৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সর্বসাধারণের প্রবেশাধিকার নেই এমন মাঠগুলোর নিয়ন্ত্রণ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। বুধবার (২ মার্চ) নগর ভবনে ‘ঢাকা মেয়র কাপ’-এর দ্বিতীয় আসরের সামগ্রিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ আদেশ দেন তিনি।

সংবাদ সম্মেলনে ডিএসসিসির মেয়র বলেন, ‘আমাদের সিটি করপোরেশনের কিছু মাঠ দখলে আছে, কিছু মাঠে ঘাস নষ্ট হওয়ার কারণে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন থেকে এসব মাঠ জনগণের জন্য খুলে দেওয়া হবে, যাতে সবাই এখানে খেলাধুলা করতে পারে।’ এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যে মেয়র বলেন, ‘একসময় ঢাকার তরুণ-যুবকরা শহরের মাঠে-ময়দানে, অলি-গলিতে খেলাধুলা করে এ দেশের ফুটবল-ক্রিকেটকে নেতৃত্ব দিতো। বর্তমানে সেই চিত্র অনেকটাই বিবর্ণ। এর অন্যতম কারণ ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠ নেই। আমরা খেলাধুলায় ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে খেলার মাঠ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন আমরা প্রতিটি ওয়ার্ডেই ন্যূনতম একটি করে খেলার মাঠ প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছি।’

মেয়র কাপের দ্বিতীয় আসর সম্পর্কে মেয়র বলেন, ‘মুজিব বর্ষে দক্ষিণ সিটি প্রথমবারের মতো আন্ত ওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সফলতায় অনুপ্রাণিত হয়ে আগামী ৫ মার্চ হতে দ্বিতীয়বারের মতো “ঢাকা মেয়র কাপ আন্ত ওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২২” আয়োজন করতে চলেছে। গতবারের মতো এবারও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলা ফুটবল এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট নিয়েই আমরা এবারকার ক্রীড়া উৎসব আয়োজন করতে চলেছি।’

তিনি বলেন, ‘এবারের আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় আমরা প্রথমবারের মতো মেধা অন্বেষণের উদ্যোগ নিয়েছি। আমাদের প্রতি ম্যাচেই বাফুফে ও বিসিবি থেকে দুজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। তারা সেখান থেকে মেধাবী ও সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করবেন এবং তাদের পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেবেন।’

সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান জাহিদ হোসেন এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

/এসএস/এমএএ/
সম্পর্কিত
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা