X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাকা আলিয়া মাদ্রাসার হল সুপারের বাসভবন ভেঙে ভবন নির্মাণ বন্ধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২২, ১৫:৫৭আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৫:৫৭

রাজধানীর বকশিবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার হল সুপারের বাসভবন ভেঙে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদফতরের ভবন নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা। শনিবার (৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত মাদ্রাসা-ই আলিয়া সুরক্ষা কমিটির আহ্বায়ক আব্দুছ ছবুর মাতুব্বর। লিখিত বক্তব্যে তিনি ৫ দফা দাবি তুলে ধরেন। 

দাবিগুলো হচ্ছে- ঢাকা আলিয়া মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের আর্থিক দুর্নীতি দুদকের (দুর্নীতি দমন কমিশন) মাধ্যমে সুষ্ঠু অনুসন্ধান করে বিচারের কাঠগড়ায় আনতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে। মাদ্রাসার হল সুপার ও সহ হল সুপারের বাসভবন ভেঙে ফেলার ওয়ার্ক অর্ডার ২৪ ঘণ্টার মধ্যে বাতিল ঘোষণা করতে হবে। ছাত্রদের নামে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারা অধিদফতর ও সিটি করপোরেশন কর্তৃক দখলকৃত আলিয়া মাদ্রাসার দখল করা জমি আগামী ৩ মাসের মধ্যে ফেরত দিতে হবে। শিক্ষার্থীদের জন্য আরও আবাসিক হল নির্মাণ করতে হবে।

লিখিত বক্তব্যে বলা হয়, ঢাকার বকশিবাজারে ২৫০ বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা। স্বাধীনতার স্বপক্ষ শক্তির সরকারের মধ্যে লুকিয়ে থাকা কিছু সংখ্যক কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছে মাদ্রাসাটি। তারা ‘মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদফতরের ভবন’ তৈরি করার নামে মাদ্রাসার একমাত্র ছাত্রাবাস আল্লামা কাশগরী হলের সুপার ও সহ-সুপারের বাস ভবন ভেঙে ফেলার জন্য দরপত্র দিয়েছে। এরই মধ্যে ওয়ার্ক অর্ডারও (কার্যাদেশ) ইস্যু করেছে।

ঢাকা আলিয়া মাদ্রাসার হল সুপারের বাসভবন ভেঙে ভবন নির্মাণ বন্ধের দাবি

আব্দুছ ছবুর মাতুব্বর বলেন, সাবেকরাসহ আলিয়া মাদ্রাসার সব শিক্ষার্থী দীর্ঘদিন থেকেই কুচক্রী মহলের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। আমরা; এই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ছাত্ররা কুচক্রী মহলের এহেন উদ্যোগকে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকাকে ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্র বলে মনে করছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ছাত্রাবাস থেকে ছাত্রদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ছাত্রদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ হল খুলে দিতে বাধ্য হয়। হোস্টেল সুপার ও সহ-সুপারকে তাদের বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছে। মাদ্রাসার একাডেমিক প্রধান হেড মাওলানা প্রফেসর আবদুল মান্নান এবং হোস্টেল সুপার মাওলানা মোস্তাফিজুর রহমানকে ওএসডি করা হয়েছে। আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। হোস্টেল সুপার এবং হোস্টেল সহসুপারের বাসভবন বিক্রির দরপত্র আহ্বান করে ইতোমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আবদুছ ছবুর মাতব্বকে আহ্বায়ক ও মুনুরুল ইসলাম আকাশকে সদস্য সচিব করে আলিয়া মাদ্রাসা সুরক্ষা পরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়। 

এসময় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আলিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র সাগর আহমেদ শাহীন,  মো. আ ন ম নুরুন্নবী জনি, লতিফুল বারী রাকিব, শাহদাত হোসেন, ফারুক হোসাইন চৌধুরী শাওন প্রমুখ।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
‘দুর্নীতিবাজ’ সেই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
আগুনে বিলীন ২৫০ মাদ্রাসাশিক্ষার্থীর পাঠকেন্দ্র
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা