X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ট্রেনের ছাদে ভ্রমণ: হার্ডিঞ্জ ব্রিজে ধাক্কা লেগে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ১৫:৩০আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৫:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের (২০১৯-২০২০ সেশন) শিক্ষার্থী মাহবুব ইসলাম আদর ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ট্রেনের ছাদে কুষ্টিয়া থেকে ঢাকা ফেরার পথে পাকশি হার্ডিঞ্জ ব্রিজের লোহার রডের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। তিনি হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মুহসিন হলের প্রভোস্টের মাধ্যমে আমরা তার মৃত্যুর খবরটি শুনেছি। আমরা কুষ্টিয়া থানা পুলিশ এবং মাহবুবের বাবা মায়ের সঙ্গে কথা বলেছি। তাদের দেশের বাড়ি জয়পুরহাটে। এখন তারা কুষ্টিয়া যাচ্ছেন মরদেহটি নিয়ে আসার জন্য। তবে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে আমরা সঠিকভাবে জানতে পারিনি। যতটুকু শুনেছি, ট্রেনে ভ্রমণকালে কোনও একপর্যায়ে মাথা বের করলে লোহার রেলিঙের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।’

আদরের বন্ধু মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানজিম আহমেদ অনয় জানান, বুধবার (১৬ মার্চ) কুষ্টিয়া থেকে সে ট্রেনের ছাদে ঢাকায় আসছিল। কুষ্টিয়ার পাকশির হার্ডিঞ্জ ব্রিজের আগে ট্রেন সাইরেন বাজায়, যাতে ওপরের সবাই মাথা নিচু করে ফেলে। কিন্তু সে মাথা নিচু না করায় ব্রিজের লোহার সঙ্গে ধাক্কা লাগে এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। আজ সকালে তার বাবা আমায় ফোন দিয়ে জিজ্ঞেস করেন, মাহবুব কোথায়? আমি বললাম, আঙ্কেল আমি তো জানি না। তখন তিনি বললেন, মাহবুব নাকি মারা গেছে, পুলিশ ফোন দিয়ে বললো। এটা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।’

তার মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের তার বন্ধুদের মাঝে নেমে আসে শোকের ছায়া! অনেকেই তাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে বন্ধুর ছবি শেয়ার করে শোক প্রকাশ করেন।

 

/আইএ/
সম্পর্কিত
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা