X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় ফেরা যাত্রীর চাপ বাড়েনি বাস টার্মিনালে

আমানুর রহমান রনি
০৬ মে ২০২২, ২২:০০আপডেট : ০৬ মে ২০২২, ২২:০০

ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তবে এখনও বাস টার্মিনালগুলোতে তেমন চাপ চোখে পড়েনি।

শুক্রবার (৬ মে) রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল প্রায় জনশূন্য দেখা গেছে। শিডিউল অনুযায়ী সকালে বিভিন্ন পরিবহনের বাস এসব টার্মিনালে এলেও যাত্রীদের তেমন চাপ লক্ষ্য করা যায়নি।

বাস চালক ও সহকারীরা জানিয়েছেন, এবছর ঈদে দীর্ঘ ছুটির কারণে যাত্রীরা ভাগ ভাগ হয়ে বাড়ি গেছেন। একই কায়দায় তারা ফিরছেনও। সেজন্য বাসে চাপ নেই। তবে শনিবার এই চাপ স্বাভাবিকের তুলনায় বাড়তে পারে বলে মনে করছেন তারা।

সকাল ৭টার দিকে বগুড়া থেকে গাবতলীতে আসে হানিফ পরিবহনের একটি বাস। যাত্রী শাহজালাল সিহাব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে বাসে উঠেছি। রাস্তায় হালকা যানজট ছিল। তবে বাসে তেমন যাত্রীর চাপ ছিল না।’

সিহাব একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। রবিবার থেকে তিনি অফিস করবেন। একদিন আগেই ঢাকা এসেছেন।

বাসটির সহকারী রাসেল বলেন, ‘রাস্তায় যাত্রী নেই। আমরা যে কজনের টিকিট কেটেছি, তাদেরই নিয়ে এসেছি। প্রতিবছর বাড়তি বাস দিতে হয়। এবার তা লাগছে না।’

এদিকে সায়েদাবাদে খুলনা থেকে ফেরা আসলাম হোসেন বলেন, ‘বাসেই যাই সবসময়। পরিবার নিয়ে ফিরছি। শনিবার থেকে অফিস করতে হবে।’

সায়েদাবাদেও যাত্রীর তেমন চাপ দেখা যায়নি। তবে ডিউটিরত পুলিশ সদস্য দেখা গেছে অনেক।

এসব টার্মিনালে ঘরে ফেরা মানুষের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাই ২৪ ঘণ্টাই পুলিশ থাকে টার্মিনালে।

মহাখালী বাস টার্মিনালে কথা হয় রাশিদার সঙ্গে সঙ্গে। তিনি দুই সন্তান নিয়ে নেত্রকোনা থেকে ফিরেছেন।

রাশিদা বলেন, ‘অনেকদিন বাড়িতে ছিলাম। দুই সন্তানের স্কুল খোলায় তাড়াতাড়ি ঢাকায় আসতে হয়েছে। রাস্তায় কোনও ঝামেলা হয়নি। এবারের বাস যাত্রা ছিল নিরাপদ।’

নোয়াখালী থেকে আসা হাসান বললেন, ‘এবার খুব ভালো ঈদ হয়েছে। যেতেও কষ্ট হয়নি, আসতেও সমস্যা হয়নি।’

পটুয়াখালী থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বাস সহকারী রাজ্জাক বলেন, ‘ঈদের ছুটি এখনও চলছে। তাই মানুষ কম আসছেন। তবে শনিবার চাপ বাড়বে। বাড়তি যাত্রীর কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়ে রেখেছি।’

এদিকে রাজধানী এখনও ফাঁকা। বৃহস্পতিবার সরকারি অফিস-আদালত খুললেও উপস্থিতি ছিল কম। রবিবার অফিস হওয়ায় শনিবার ফিরতে দেখা যাবে অনেককে।

 

 

/এফএ/
সম্পর্কিত
বিআরটিএর অভিযানে বাড়তি ভাড়া ফেরত পেলেন যাত্রীরা
সাপ্তাহিক ছুটিতে ঢাকা ছাড়ার হিড়িকবাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ভিড়
অবরোধের শেষ দিননগরীতে বেড়েছে যান চলাচল, দূরপাল্লায় যাত্রী সংকট
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন