রাজধানীর গুলিস্তান থেকে বাসে মিরপুরে যাওয়ার পথে মলম পার্টির কবলে পড়ে এক লাখ ৬৬ হাজার টাকা খুইয়েছেন এক ক্রোকারিজ ব্যবসায়ী। তার নাম নজরুল ইসলাম ফরিদ (৪৫)। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নজরুল ইসলাম ফরিদ গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেটের ‘আলামিন ক্রোকারিজ’-এর মালিক। তার বাসা বংশালে। ফরিদের ছোট ভাই আব্দুল আহাদ জানান, বিকালে গুলিস্তান থেকে দিশারী পরিবহনের বাসে মিরপুর ১ নম্বরে মালামাল কিনতে গিয়েছিলেন তার বড় ভাই।
মিরপুরে বাসের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকলে ওই গাড়ির সুপারভাইজার পুনরায় ফরিদকে যাত্রীবাহী বাসে তুলে দেন। পরে গুলিস্তানে আসার পর রাত ৮টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।
আব্দুল আহাদ আরও জানান, তার ভাইয়ের কাছে থাকা এক লাখ ৬৬ হাজার টাকা খোয়া গেছে। তাদের ধারণা, অজ্ঞান পার্টির সদস্যরা ফরিদকে অচেতন করে টাকা নিয়ে পালিয়ে গেছে।
জানা গেছে, বাসে থাকা অবস্থায় হকারদের কাছ থেকে হারবাল ওষুধ জাতীয় কিছু সেবন করেছিলেন ফরিদ।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে অচেতন ব্যবসায়ীর স্টোমাক ওয়াশ করা হয়। এখন তিনি মেডিসিন ওয়ার্ডে রয়েছেন।