X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নারী নির্যাতনকারীরা যেন প্রার্থিতার সুযোগ না পায়: সিইসিকে মহিলা পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২২, ১৮:৩৬আপডেট : ১৬ মে ২০২২, ১৮:৩৬

নারী নির্যাতন মামলার আসামিদের প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সোমবার (১৬ মে) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ করে। এ সময় নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা উপস্থিত ছিলেন। 

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সংগঠনটি সভাপতি ফওজিয়া মোসলেম সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আমরা যেটা বলতে চেয়েছি সেটি হলো, নির্বাচনি পুরো প্রক্রিয়াটায় নারীরা যেন স্বাভাবিকভাবে, সুষ্ঠুভাবে, নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারে। সে রকম একটি নির্বাচনি পরিবেশ যেন তৈরি করা হয়।’

তিনি বলেন, ‌‘বিশেষ করে ভোটকেন্দ্র যদি বাড়ানো হয়, তাহলে মেয়েদের নিরাপত্তাটা একটু বাড়তে পারে। নারীরা যেন ভোট দিতে ঠিকমতো কেন্দ্রে আসতে পারে, সে জন্য ভোটের আগে থেকে যে প্রেসার থাকে, ভোটের পরে যে নির্যাতনগুলো হয়, সেগুলোর বিষয়ে আগে থেকেই একটি প্রটেক্টিভ মেজার নিয়ে রাখতে বলেছি।’

ফওজিয়া মোসলেম আরও বলেন, ‘প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও যেন এটা খেয়াল রাখা হয়। যারা ঋণখেলাপি, মামলার আসামি, যারা নারী নির্যাতন মামলার আসামি, নারী স্বাধীনতার বিরুদ্ধে,সাম্প্রদায়িক-সাম্প্রদায়িকতা উসকাচ্ছে; তারা যেন নির্বাচনে প্রার্থী হতে না পারে। সেই দিকে নজর দিতে বলেছি।’

তিনি বলেন, ‘নির্বাচনি ব্যয় যেন কমানো হয়। পেশীশক্তি, ক্ষমতার খেলা, অর্থের খেলা সেই জায়গাটা নিয়ন্ত্রণ কীভাবে করা যায় সেটিও বলেছি।’

মহিলা পরিষদের সভাপতি বলেন, ‘আমরা লিখিতভাবে এ বিষয়ে প্রত্যেক নির্বাচন কমিশনারকে জানিয়েছি। সেখানে মূল কথাটা হচ্ছে, নারীরা যেন নির্বাচন প্রক্রিয়ায় যথাযথভাবে সম্পৃক্ত হতে পারে। নির্বাচনের সময় দায়িত্বে থাকা নারী অফিসারদের নিরাপত্তার কথাও বলেছি।’

এ বিষয়ে সিইসি কী বলেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দাবি দাওয়ার সঙ্গে তিনি অবশ্যই একমত।’ সামগ্রিক পরিবেশ পরিস্থিতিতে তার যতটুকু ক্ষমতা আছে, তার মধ্যে থেকে যতটুকু করা যায়, তা করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।’

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা