X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

নারী নির্যাতনকারীরা যেন প্রার্থিতার সুযোগ না পায়: সিইসিকে মহিলা পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২২, ১৮:৩৬আপডেট : ১৬ মে ২০২২, ১৮:৩৬

নারী নির্যাতন মামলার আসামিদের প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সোমবার (১৬ মে) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ করে। এ সময় নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা উপস্থিত ছিলেন। 

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সংগঠনটি সভাপতি ফওজিয়া মোসলেম সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আমরা যেটা বলতে চেয়েছি সেটি হলো, নির্বাচনি পুরো প্রক্রিয়াটায় নারীরা যেন স্বাভাবিকভাবে, সুষ্ঠুভাবে, নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারে। সে রকম একটি নির্বাচনি পরিবেশ যেন তৈরি করা হয়।’

তিনি বলেন, ‌‘বিশেষ করে ভোটকেন্দ্র যদি বাড়ানো হয়, তাহলে মেয়েদের নিরাপত্তাটা একটু বাড়তে পারে। নারীরা যেন ভোট দিতে ঠিকমতো কেন্দ্রে আসতে পারে, সে জন্য ভোটের আগে থেকে যে প্রেসার থাকে, ভোটের পরে যে নির্যাতনগুলো হয়, সেগুলোর বিষয়ে আগে থেকেই একটি প্রটেক্টিভ মেজার নিয়ে রাখতে বলেছি।’

ফওজিয়া মোসলেম আরও বলেন, ‘প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও যেন এটা খেয়াল রাখা হয়। যারা ঋণখেলাপি, মামলার আসামি, যারা নারী নির্যাতন মামলার আসামি, নারী স্বাধীনতার বিরুদ্ধে,সাম্প্রদায়িক-সাম্প্রদায়িকতা উসকাচ্ছে; তারা যেন নির্বাচনে প্রার্থী হতে না পারে। সেই দিকে নজর দিতে বলেছি।’

তিনি বলেন, ‘নির্বাচনি ব্যয় যেন কমানো হয়। পেশীশক্তি, ক্ষমতার খেলা, অর্থের খেলা সেই জায়গাটা নিয়ন্ত্রণ কীভাবে করা যায় সেটিও বলেছি।’

মহিলা পরিষদের সভাপতি বলেন, ‘আমরা লিখিতভাবে এ বিষয়ে প্রত্যেক নির্বাচন কমিশনারকে জানিয়েছি। সেখানে মূল কথাটা হচ্ছে, নারীরা যেন নির্বাচন প্রক্রিয়ায় যথাযথভাবে সম্পৃক্ত হতে পারে। নির্বাচনের সময় দায়িত্বে থাকা নারী অফিসারদের নিরাপত্তার কথাও বলেছি।’

এ বিষয়ে সিইসি কী বলেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দাবি দাওয়ার সঙ্গে তিনি অবশ্যই একমত।’ সামগ্রিক পরিবেশ পরিস্থিতিতে তার যতটুকু ক্ষমতা আছে, তার মধ্যে থেকে যতটুকু করা যায়, তা করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।’

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন