X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র দিবসে বিচে ভলিবল প্রতিযোগিতার আয়োজন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২২, ০৯:২৪আপডেট : ০৮ জুন ২০২২, ০৯:২৪

বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে কক্সবাজারে আজ বুধবার (৮ জুন) থেকে তিন দিনের ‘বঙ্গবন্ধু বে অব বেঙ্গল ফেস্টিভাল-২০২২’ আয়োজনে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেমিনার, সার্ফিং-এর পাশাপাশি বিচ ভলিবলেরও আয়োজন রয়েছে তালিকায়। যদিও বিচে ভলিবল খেলায় পরিবেশ অধিদফতরের নিষেধাজ্ঞা রয়েছে।

সমুদ্র দিবসে ভলিবলের আয়োজন নিয়ে সমুদ্র বিশেষজ্ঞ, সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরী বলেন, বিচ ভলিবল ট্যুরিজমের জন্য ভালো হতে পারে, কিন্তু সমুদ্র দিবসে এ ধরনের কর্মসূচি বড়ই বেমানান। বিচ ভলিবলের মাধ্যমে কাকড়া এবং খালি চোখে না দেখা বালির নিচে থাকা অনেক প্রাণী মারা যাবে। এ ধরনের প্রোগ্রাম কোনোভাবেই সাপোর্ট করা যায় না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মোসলেম উদ্দীন মুন্না বাংলা ট্রিবিউনকে বলেন, সামুদ্র দিবসের আয়োজন হওয়া উচিত সমুদ্র রক্ষার এবং এর টেকসই ব্যবহারের পথ দেখানোর। কিন্তু বিচ ভলিবলের মাধ্যমে হৈ-হুল্লড় করে সামুদ্রিক পরিবেশ নষ্ট করা খুবই দুঃখজনক কাজ। এ ধরেন কর্মসূচি কোনোভাবেই কাম্য নয়। 

সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেভ আওয়ার সি’র পরিচালক (ওশান এক্সপ্লোরার) এসএম আতিকুর রহমান বলেন, সমুদ্র দিবস উপলক্ষে নতুন জেনারেশনকে সমুদ্র সুরক্ষা এবং এর টেকসই ব্যবহারের দীক্ষা দেওয়া জরুরি। যাতে তারা সমুদ্রের বাস্তব শিক্ষা এবং টেকনোলোজি ব্যবহারের মাধ্যমে সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। আমাদের পুরনো ধ্যান-ধারণার সমুদ্র জীববৈচিত্র ধ্বংসের উৎসব থেকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, প্রোগ্রামের চিত্রে ডলফিনের চিত্র দেওয়া হয়েছে। প্রোগ্রামের লোকদের ডলফিন দেখানোর জন্য নিয়ে যাওয়া একটি বড় বিনোদন হতে পারতো। তাছাড়া এই দিবসে জেলের জীবনবৃত্তান্ত নিয়ে তথ্যচিত্র নির্মাণ, উপকূলে ম্যানগ্রোভের চারা রোপণ এবং সাগর দূষণের উৎসের খোঁজে একটা কর্মসূচি দেওয়া যেতো।

বিচ ভলিবল না হয়ে স্কুবা অথবা স্নোরকলিং কর্মসূচি বা ওশানোগ্রাফির ছাত্র/ছাত্রীদের নাবিক প্রশিক্ষণের মতো কর্মসূচি হাতে নিলে ছাত্র/ছাত্রীরা তাদের গবেষণাকর্মে কাজে লাগাতে পারতো বলে মনে করেন সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে কাজ করা এই পরিবেশবাদী।

এই কর্মসূচির আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। প্রোগ্রামের নিমন্ত্রণ কার্ডে দেওয়া ফোন নাম্বারে কল করলে রিসিভ করেন সেইফ বাংলাদেশের প্রতিনিধি মশিউর খন্দকার। তিনি সংগঠনটির মিডিয়া কো-অর্ডিনেটরের সঙ্গে কথা বলার জন্য মোবাইল ধরিয়ে দেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সমুদ্র সংরক্ষণের বিষয়ে জনগণকে অনেক বেশি সম্পৃক্ত করতে বিচে ভলিবল খেলার আয়োজন করা হয়েছে। বিচে এমনিতেই প্রতিদিন ভলিবল খেলা হয়। তখনওতো ক্ষতি হয়। তবে আমরা পরিবেশের কথা বিবেচনা করেই খেলবো, যাতে কোনও ক্ষতি না হয়।

বিচে ভলিবল খেলায় পরিবেশ অধিদফতরের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে কেন এই আয়োজন জানতে চাইলে তিনি বলেন, পরিবেশকে সঙ্গে নিয়েই এই আয়োজন। আপনারা আসেন, দেখেন। যদি কোনও প্রাণী মারা যায়, তখন আমাদের বলবেন। তবে এর পর থেকে এমন আয়োজন আর করবো না।

উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকত পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক ইসিএ (ইকোলোজিক্যাললি ক্রিটিকাল এরিয়া) ঘোষিত এলাকা।

 

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি