X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর বিরোধিতাকারীদের নিয়ে ব্যঙ্গাত্মক গীতিনাট্য

ঢাবি প্রতিনিধি
২৪ জুন ২০২২, ২০:০৪আপডেট : ২৪ জুন ২০২২, ২০:৫৯

পদ্মা সেতুর বিরোধিতা করে ষড়যন্ত্রকারীদের নিয়ে রঙ্গ-রসাত্মক গীতিনাট্য পরিবেশন করেছেন ঢাকা  বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শুক্রবার (২৪ জুন) রাজধানীর ছয়টি জায়গায় এ নাটক পরিবেশন করে ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক তানভীর হাসান সৈকত ও তার দল।

দেশের খেটে খাওয়া মানুষকে তাদের সফলতার খবর দেওয়া এবং উদযাপনের আহ্বান করাসহ বিরোধিতাকারীদের ব্যঙ্গ করে এ গীতিনাট্য পরিবেশন করা হয়। শুক্রবার সকাল ১০টায় কাওরান বাজার, ১১টায় যাত্রাবাড়ী, ১২টায় কমলাপুর রেলওয়ে স্টেশন, বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, ৫টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ও সন্ধ্যা ৬টায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসব নাটক মঞ্চায়ন করা হয়।

পদ্মা সেতুর বিরোধিতাকারীদের নিয়ে ব্যঙ্গাত্মক গীতিনাট্য গীতিনাট্যের আয়োজক তানভীর হাসান সৈকত বলেন, বাংলার স্বাধীনতার বিপক্ষে যেমন ছিল একদল অশুভ শক্তি এবং তাদের অপরাজনীতি, সেই অশুভ শক্তির তৎপরতা স্বাধীনতার এই পঞ্চাশোর্ধ্ব সময়েও থামেনি। প্রধানমন্ত্রীর ইস্পাত কঠিন দৃঢ় মনোবল আর প্রত্যয়ের কারণে যখন ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নিজস্ব অর্থায়নে শুরু হলো সেতুর কাজ, এরপরও চলতে থাকলো অপশক্তিদের একের পর এক গুজবের ষড়যন্ত্র। ‘সেতু জোড়া দিতে মানুষের মাথা লাগবে’ থেকে শুরু করে ‘উদ্বোধনী অনুষ্ঠান বাদ দিয়ে হেলিকপ্টার কেনা’ পর্যন্ত গুজবের বেসাতি চলেছে সেতু হয়ে যাওয়ায় অন্তর্জ্বালায় ভুগতে থাকাদের। এই শুভক্ষণে অশুভ শক্তিকে আমরা রুখে দিতে চাই, আমাদের শিল্পমনা প্রাণ দিয়ে।

তিনি বলেন, এই পরিবেশনার উদ্দেশ্য হচ্ছে, দেশের খেটে খাওয়া প্রান্তিক মানুষকে তাদের অর্জিত সফলতার খবর দেওয়া এবং উদযাপনের আহ্বান করা। সব বাধা, চ্যালেঞ্জ ডিঙিয়ে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে নির্মিত এ সেতু যে আমাদের সব নাগরিকের একটি অর্জন, গৌরব সেটিকে তুলে ধরা, প্রচার করাই এই পরিবেশনার মূল নির্যাস। পদ্মা সেতুর বিরোধিতাকারীদের নিয়ে ব্যঙ্গাত্মক গীতিনাট্য

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া