X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

পরিস্থিতি অনুযায়ী অ্যাডজাস্টমেন্টে আসতে হয়: স্থানীয় সরকারমন্ত্রী

বাংলা ট্রিবিউট রিপোর্ট 
১০ আগস্ট ২০২২, ১৫:৫১আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৬:৪৯

‘পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অ্যাডজাস্টমেন্টে আসতে হয়’, মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘সারা পৃথিবী পরিস্থিতি অনুযায়ী অ্যাডজাস্টমেন্টে আসে। আমাদের না আসার কোনও কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘সমস্যা একা আমার হলে সেটা আমাকেই ঠিক করতে হবে। কিন্তু সমস্যা যখন বৈশ্বিক সেক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হয়েই কাজ করা উচিত।' 

বুধবার (১০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে ‘নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: জনজীবনে চ্যালেঞ্জ’ শীর্ষক নগর সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম।

‘কথায় কথায় ভর্তুকি দিলে অন্য খাতে ইমব্যালেন্স চলে আসবে’ মন্তব্য তাজুল ইসলাম বলেন, ‘আপনি (সমালোচক) বলেন যে, এটাতে ভর্তুকি দিতে হবে, ওটাতে ভর্তুকি দিতে হবে। ভর্তুকি দেওয়ার বিষয়ে সরকারকে বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা নিতে হবে। কথায় কথায় ভর্তুকি দিয়ে দিলে অন্য খাতগুলো ইমব্যালেন্স হয়ে যাবে। কোথায় ভর্তুকি দিতে হবে সরকার তা এনালাইসিস করেই দেয়।’

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কখনও লাভ করে নাই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘(আলোচনায়) বিপিসির কথা এসেছে, তাদের কাছে ৫০ হাজার কোটি টাকা আছে। আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, এখনকার অবস্থার কথা বলতে পারবো না, বাট বিপিসি কখনও লাভ করেনি। তাদের ভর্তুকি দেওয়ার জন্য ৪০ হাজার কোটি টাকা লক করে রাখা হয়েছে। সরকার এই টাকা না দিলে তাদের দেনা। এখন তারা ভর্তুকি দিচ্ছে না, কারণ বাজেটে কোনও টাকা রাখা হয়নি। তারা লোকসান দিচ্ছে।'

‘তেল কেনার জন্য টাকা নেই’ উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের কারেন্ট অ্যাকাউন্টে হয়তো সমস্যা থাকে। কারেন্ট অ্যাকাউন্টে সারা পৃথিবীর সমস্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের কারেন্ট অ্যাকাউন্টে ডেবিট অ্যান্ড ক্রেডিট হিসাব করে দেখেন, তাদেরও সেখানে গোলমাল আছে।’

প্রয়োজনেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে টাকা নেওয়া হয় বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আজকে রিজার্ভ নিয়ে কথা আসছে... ৩৪ বিলিয়ন ডলার। কখনোই তো আমাদের এর বেশি ছিল না। রিজার্ভ ৪০ বিলিয়ন, না ৪২ বিলিয়ন... বাট কারেন্ট অ্যাকাউন্টের অ্যাডজাস্টমেন্টের জন্য এখান থেকে টাকা নেই। তাই এটা নিয়ে এত হিউ অ্যান্ড ক্রাই কেন বইতে হবে।’

মেগা প্রজেক্ট প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, ‘যে প্রজেক্ট আমাকে দুঃসময়ে দুর্দিনে সার্ভিস দেবে, একটু কষ্ট করে সেই কাজ যদি না করি; তাহলে তো সারা জীবনই দরিদ্র থাকবো।’

কেউ কেউ ‘দেশে নাই নাই’ বলে জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই পরিস্থিতিও আমরা একত্রিত হয়ে মোকাবিলা করতে পারবো।’

/জেডএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
৮ জনকে গ্রেফতারের পর ডিবি’র দাবিমাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
সর্বশেষ খবর
সোনার দামে সর্বোচ্চ রেকর্ড
সোনার দামে সর্বোচ্চ রেকর্ড
রাশিয়া জিতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ইউক্রেন
রাশিয়া জিতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ইউক্রেন
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন প্রো ভিসি এম মোফাজ্জল হোসেন
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন প্রো ভিসি এম মোফাজ্জল হোসেন
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট