X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘ফ্যামিলি কার্ড’ পায়নি সাড়ে ৩৯ শতাংশ পরিবার: টিআইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২২, ১৬:১৬আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৬:১৬

‘আড়াই হাজার টাকা নগদ সহায়তা কর্মসূচি’র অন্তর্ভুক্ত পরিবারগুলোর মধ্যে ৩৯ দশমিক ৫ শতাংশ ‘ফ্যামিলি কার্ড’ পায়নি বলে জানিয়েছে ট্রান্সিপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই কার্ডবঞ্চিতদের মাঝে ৮০ দশমিক ৪ শতাংশকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বাদ দেওয়া হয়েছে অভিযোগ সংস্থাটির।

বৃহস্পতিবার (১১ আগস্ট) টিআইবির উদ্যোগে এক ওয়েবিনারে ‘টিসিবির ফ্যামিলি কার্ড কার্যক্রমে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, নগদ সহায়তা পাওয়া সব পরিবারের ‘ফ্যামিলি কার্ড’ পাওয়ার কথা থাকলেও মাত্র ৩০ লাখ পরিবার সেটি পেয়েছে। সংশ্লিষ্ট একটি দফতর থেকে বিভিন্ন পেশার সাড়ে ৮ লাখ পরিবারকে এই কর্মসূচি থেকে বাদ দেওয়ার তথ্যও রয়েছে গবেষণা প্রতিবেদনে।

এসব পরিবারকে কোন বিবেচনায় ও প্রক্রিয়ায় বাদ দেওয়া হলো, বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এটি করা হলো কিনা, তা জানা যায়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। এতে বলা হয়, ফ্যামিলি কার্ডের তালিকায় নতুন করে গ্রাম পুলিশ, আনসার সদস্য, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, শিক্ষক, ল্যাব টেকনিশিয়ান, চিকিৎসক, পল্লি চিকিৎসক, সাংবাদিক ইত্যাদি পেশার সচ্ছল ব্যক্তিরা স্থান পেয়েছেন।

টিআইবির গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্যামিলি কার্ড পাওয়া ব্যক্তিরাও নানা ধরনের অনিয়ম-দুর্নীতির শিকার হয়েছেন বরৈ অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের সুপারিশ নিতে বাধ্য করা, একই পরিবারে একাধিক কার্ড দেওয়া, ছবি বদলে তালিকাভুক্ত ব্যক্তিদের কার্ড অন্যদের দেওয়া, ঘুষ না দেওয়ায় তালিকা থেকে বাদ দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে  প্রতিবেদনে উল্লেখ করা হয়।

‘আড়াই হাজার টাকা নগদ সহায়তা কর্মসূচি’র অন্তর্ভুক্ত ১ হাজার ৪৭ জন উপকারভোগী এই গবেষণায় অংশ নিয়েছেন। এতে  ৩৫টি জেলার ৩০-৩৫ জন উপকারভোগী করে রয়েছেন বলে জানায় টিআইবি। এদের মধ্যে অনিয়ম-দুর্নীতির কারণে ৩৪ দশমিক ৪ শতাংশ নারী উত্তরদাতা এবং ৩১ দশমিক ৪ শতাংশ পুরুষ উত্তরদাতা ফ্যামিলি কার্ড পাননি বলে জানিয়েছেন।

এ বিষয়ে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘স্বচ্ছতার ঘাটতি ও অনিয়ম-দুর্নীতির কারণে উল্লেখযোগ্য অংশ ফ্যামিলি কার্ড পাননি। এটিসহ নানা কারণে গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই কর্মসূচির সুফল যথাযথভাবে পৌঁছাচ্ছে না।’

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
এআই নীতি প্রণয়নে সব অংশীজনকে সম্পৃক্ত করার আহ্বান
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সম্পদের হিসাব জমার বাধ্যবাধকতা বাতিল হলে দুর্নীতি উৎসাহিত হবে: টিআইবি
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা