X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘ফ্যামিলি কার্ড’ পায়নি সাড়ে ৩৯ শতাংশ পরিবার: টিআইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২২, ১৬:১৬আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৬:১৬

‘আড়াই হাজার টাকা নগদ সহায়তা কর্মসূচি’র অন্তর্ভুক্ত পরিবারগুলোর মধ্যে ৩৯ দশমিক ৫ শতাংশ ‘ফ্যামিলি কার্ড’ পায়নি বলে জানিয়েছে ট্রান্সিপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই কার্ডবঞ্চিতদের মাঝে ৮০ দশমিক ৪ শতাংশকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বাদ দেওয়া হয়েছে অভিযোগ সংস্থাটির।

বৃহস্পতিবার (১১ আগস্ট) টিআইবির উদ্যোগে এক ওয়েবিনারে ‘টিসিবির ফ্যামিলি কার্ড কার্যক্রমে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, নগদ সহায়তা পাওয়া সব পরিবারের ‘ফ্যামিলি কার্ড’ পাওয়ার কথা থাকলেও মাত্র ৩০ লাখ পরিবার সেটি পেয়েছে। সংশ্লিষ্ট একটি দফতর থেকে বিভিন্ন পেশার সাড়ে ৮ লাখ পরিবারকে এই কর্মসূচি থেকে বাদ দেওয়ার তথ্যও রয়েছে গবেষণা প্রতিবেদনে।

এসব পরিবারকে কোন বিবেচনায় ও প্রক্রিয়ায় বাদ দেওয়া হলো, বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এটি করা হলো কিনা, তা জানা যায়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। এতে বলা হয়, ফ্যামিলি কার্ডের তালিকায় নতুন করে গ্রাম পুলিশ, আনসার সদস্য, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, শিক্ষক, ল্যাব টেকনিশিয়ান, চিকিৎসক, পল্লি চিকিৎসক, সাংবাদিক ইত্যাদি পেশার সচ্ছল ব্যক্তিরা স্থান পেয়েছেন।

টিআইবির গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্যামিলি কার্ড পাওয়া ব্যক্তিরাও নানা ধরনের অনিয়ম-দুর্নীতির শিকার হয়েছেন বরৈ অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের সুপারিশ নিতে বাধ্য করা, একই পরিবারে একাধিক কার্ড দেওয়া, ছবি বদলে তালিকাভুক্ত ব্যক্তিদের কার্ড অন্যদের দেওয়া, ঘুষ না দেওয়ায় তালিকা থেকে বাদ দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে  প্রতিবেদনে উল্লেখ করা হয়।

‘আড়াই হাজার টাকা নগদ সহায়তা কর্মসূচি’র অন্তর্ভুক্ত ১ হাজার ৪৭ জন উপকারভোগী এই গবেষণায় অংশ নিয়েছেন। এতে  ৩৫টি জেলার ৩০-৩৫ জন উপকারভোগী করে রয়েছেন বলে জানায় টিআইবি। এদের মধ্যে অনিয়ম-দুর্নীতির কারণে ৩৪ দশমিক ৪ শতাংশ নারী উত্তরদাতা এবং ৩১ দশমিক ৪ শতাংশ পুরুষ উত্তরদাতা ফ্যামিলি কার্ড পাননি বলে জানিয়েছেন।

এ বিষয়ে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘স্বচ্ছতার ঘাটতি ও অনিয়ম-দুর্নীতির কারণে উল্লেখযোগ্য অংশ ফ্যামিলি কার্ড পাননি। এটিসহ নানা কারণে গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই কর্মসূচির সুফল যথাযথভাবে পৌঁছাচ্ছে না।’

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
‘আদিবাসী নেই’ প্রচার করলেই সরকারের লাভ: ড. ইফতেখারুজ্জামান
বাজেটে কালোটাকা সাদা, সংস্কারের বিপরীতে চলছে অন্তর্বর্তী সরকার: টিআইবি
ধলেশ্বরী-শীতলক্ষ্যা দখলকারী শাহ সিমেন্টকে কালো তালিকাভুক্তর দাবি টিআইবি’র
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন