X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হাতিরঝিলের বাস চলে কোন নিয়মে?

রাশেদুল হাসান
১২ আগস্ট ২০২২, ২০:৪২আপডেট : ১২ আগস্ট ২০২২, ২০:৪২

দেশের সকল গণপরিবহনের ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। কিন্তু রাজধানীর হাতিরঝিলের চক্রাকার বাস সার্ভিসের ক্ষেত্রে ঘটছে ব্যতিক্রম। এখানে বাসের ভাড়া নির্ধারণ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

হাতিরঝিলের চক্রাকার বাস ব্যবহারকারীদের অভিযোগ— বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কিলোমিটার প্রতি ২.৫০ টাকা ভাড়া নির্ধারণ করে দিলেও চক্রাকার বাস সেবা পরিচালনাকারীরা পাঁচ কিলোমিটারে ভাড়া নিচ্ছেন ২৫ টাকা।

বেসরকারি চাকরিজীবী রাকিবুল হাসান বলেন, আমি নিয়মিত বাসটি ব্যবহার করি। রামপুরা থেকে এফডিসি স্টপেজ পর্যন্ত পাঁচ কিলোমিটারে ২৫ টাকা ভাড়া নিচ্ছে ওরা। অথচ বিআরটিএর হিসাবে ভাড়া আসে অর্ধেক।’

হাতিরঝিলের বাস চলে কোন নিয়মে?

হাতিরঝিলের টিকিট কাউন্টারের সেবা পরিচালনাকারী কোম্পানির কর্মীরা জানিয়েছেন, তারা রাজউকের নির্ধারিত ভাড়ায় টিকিট দিচ্ছেন।

হাতিরঝিলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রাজউকের প্রধান প্রকৌশলী (প্রকল্প ও নকশা) এএসএম রায়হানুল ফেরদৌস বলেন, ‘এটি আলাদা চিত্তবিনোদনের এলাকা। রাজউক নিয়ন্ত্রণ করে। এখানে কিলোমিটার ধরে ভাড়া নির্ধারণ সম্ভব নয়। এখানে যে বাস সার্ভিস চলে তা নির্দিষ্ট সময়ে চলে। যারা বাস চালান তাদের উচ্চ বিনিয়োগে বাস চালাতে হয়। বিআরটিএর হিসাবে এখানে গাড়ি চালানো সম্ভব নয়।’

রাজউকের ভাড়া নির্ধারণ করার আইনগত এখতিয়ার আছে কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, রাজউক তা করতে পারে।

এ বিষয়ে বিআরটিএর পরিচালক (সড়ক নিরাপত্তা) ও মুখপাত্র শেখ মোহাম্মদ মাহাবুব-ই-রব্বানী বলেন, ‘তাদের এমন করার সুযোগ নেই। রুট পারমিট কি তারা দেবে নাকি? তারা রুট পারমিটও নিচ্ছে না। এটা তারা ঠিক করছে না।’

ছবি: ফেসবুক থেকে

তিনি আরও বলেন, ‘রাজউক নিয়ন্ত্রিত এলাকা হলেই রাজউক ভাড়া নির্ধারণ করতে পারে না। সিটি করপোরেশন, সড়ক ও জনপথ ও স্থানীয় সরকার প্রকৌশলেরও সড়ক আছে। তারা তো ভাড়া নির্ধারণ করছে না।’

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘ঢাকা সিটিতে যত বাস সার্ভিস আছে সবগুলোর ভাড়া ঠিক করবে বিআরটিএ।’

এ বিষয়ে গণপরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, ‘সড়ক পরিবহন আইনের ৩৪ নং ধারায় বলা আছে কর্তৃপক্ষ গণপরিবহনের ভাড়া নির্ধারণ করবে। তবে শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল কিংবা বিশেষ সুবিধা সম্বলিত গণপরিবহনের ভাড়ার ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। এটা (চক্রাকার বাস) সেই পরিবহন কিনা আমার জানা নেই। রাজউককে সরকার সেই ক্ষমতা দিয়েছে কিনা সেটাও জানা নেই।’

তিনি আরও বলেন, ‘তবে অযৌক্তিক ভাড়া নির্ধারণ করে থাকলে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বিআরটিএ-এর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে বলে আইনে বলা আছে।’

/এফএ/
সম্পর্কিত
ধ্রুব এষ হাসপাতালে
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
সর্বশেষ খবর
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন