X
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
১০ আশ্বিন ১৪২৯

‘করোনায় ক্রিয়েটিভ কমিউনিকেশনে নতুনত্ব এসেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২২, ১৮:৪১আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৮:৪১

সৃজনশীলতার (ক্রিয়েটিভিটি) চর্চা এবং অভিজ্ঞতা আদান-প্রদানের মাধ্যমে ১১তম কমিউনিকেশন সামিট অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনটির উদ্বোধনকালে বক্তারা বলেছেন, করোনা মহামারির কারণে সৃজনশীল যোগাযোগ (ক্রিয়েটিভ কমিউনিকেশন) চর্চায় নতুনত্ব এসেছে। শনিবার (১৩ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে কমিউনিকেশন সামিটে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিবেশনায় হওয়া এ সম্মেলনে সহযোগিতা করে দ্য ডেইলি স্টার ও কানস লায়নস।

‘ক্রিয়েটিভিটি ইন চ্যালেঞ্জিং টাইমস’ থিম নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, করোনাকালে বৈশ্বিক যোগাযোগের (কমিউনিকেশন) মাধ্যমগুলো ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হয়। তবে সৃজনশীল যোগাযোগ (ক্রিয়েটিভ কমিউনিকেশন) চর্চায় নতুনত্ব এসেছে। করোনা পরবর্তী এই সময়ে সৃজনশীলতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

তারা বলেন, এবারের কমিউনিকেশন সামিটের মূল বিষয়বস্তুও মহামারী পরবর্তী পৃথিবীতে সৃজনশীলতা এবং কার্যকর কমিউনিকেশন চর্চার বিভিন্ন প্রাসঙ্গিক দিক নিয়ে। এই সম্মেলন বৈশ্বিক ও শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা, নীতি নির্ধারক এবং বুদ্ধিজীবীদের আলোচনার ক্ষেত্র তৈরি করেছে।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর শরিফুল ইসলাম বলেন, বর্তমান কঠিন ও চ্যালেঞ্জিং সময়ে সৃজনশীলতায় নতুন মাত্রা এসেছে, যা স্পষ্টভাবে সম্পৃক্ত মহলের মানসিকতা এবং দৃষ্টিভঙ্গিকে আরও ভালো ফলাফলের জন্য প্রস্তুত হতে ও এগিয়ে যাওয়ার জন্য পরিবর্তন করবে।

কমিউনিকেশন সামিটের মূল কার্যক্রম হিসেবে ৪টি কি-নোট সেশন ,৫টি প্যানেল আলোচনা, ২টি কেস স্টাডি এবং একটি কনভারসেশন হয়েছে।

সম্মেলনে মূল বক্তা হিসেবে ছিলেন সিঙ্গাপুরের বিবিডিও গ্রুপের চেয়ারম্যান টে গুয়ান হিন, ওগিলভি গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড চিফ ক্রিয়েটিভ অফিসার সুমন্ত চট্টোপাধ্যায়, গ্রে গ্রুপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড কান্ট্রি হেড সৈয়দ গাউসুল আলম শাওন প্রমুখ।

কমিউনিকেশন সামিটের পরে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের অন্যতম আয়োজন ১১তম কমওয়ার্ড: এক্সিলেন্স ইন ক্রিয়েটিভ কমিউনিকেশন অনুষ্ঠিত হয়। কমিউনিকেশন সামিট বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ।

/এমআরএস/এমআর/
সম্পর্কিত
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
নদী দখল-দূষণের প্রতিবাদে কাগজের নৌকা ভাসালো শিক্ষার্থীরা
নদী দখল-দূষণের প্রতিবাদে কাগজের নৌকা ভাসালো শিক্ষার্থীরা
ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী ছিল নৌকায়, নদীর পাড়ে আহাজারি
ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী ছিল নৌকায়, নদীর পাড়ে আহাজারি
মেসেজিংয়ে নগ্নতা প্রতিরোধে প্রযুক্তি নিয়ে কাজ করছে ইনস্টাগ্রাম
মেসেজিংয়ে নগ্নতা প্রতিরোধে প্রযুক্তি নিয়ে কাজ করছে ইনস্টাগ্রাম
রাবনাবাদ চ্যানেল থেকে ঢাকা পর্যন্ত নৌপথ নিয়মিত খননের সুপারিশ
রাবনাবাদ চ্যানেল থেকে ঢাকা পর্যন্ত নৌপথ নিয়মিত খননের সুপারিশ
এ বিভাগের সর্বশেষ
জেলা পরিষদে ২৭ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
জেলা পরিষদে ২৭ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি নূরুজ্জামান
প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি নূরুজ্জামান
‘নদী দখল ও দূষণের বিরদ্ধে সুস্পষ্ট অবস্থান নিতে হবে’
‘নদী দখল ও দূষণের বিরদ্ধে সুস্পষ্ট অবস্থান নিতে হবে’
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেবে সরকার: শাহাব উদ্দিন
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেবে সরকার: শাহাব উদ্দিন
‘উপযুক্ত ব্যক্তিকে সহায়তা দিয়ে টার্গেটিং প্রক্রিয়া শক্তিশালী করতে হবে’ 
‘উপযুক্ত ব্যক্তিকে সহায়তা দিয়ে টার্গেটিং প্রক্রিয়া শক্তিশালী করতে হবে’