X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হলে প্রবেশের সময়সীমা বাড়ানোসহ আট দাবি ঢাবি ছাত্রলীগের

ঢাবি প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের পাঁচটি হলের সবগুলোতে আইডি কার্ড দেখিয়ে যে কোনও হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ দেওয়া, হলে প্রবেশের সময়সীমা বাড়ানোসহ আট দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন ছাত্রলীগের নেত্রীরা।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের নেত্রীরা। তাদের অন্য দাবিগুলো হলো- হলের খাবারের গুণগত মান বৃদ্ধি ও পর্যাপ্ত বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা; শিক্ষার্থীদের সঙ্গে হল প্রশাসনের সদাচরণ নিশ্চিত এবং হলের কর্মচারীদের শিক্ষার্থীদের সঙ্গে হয়রানিমূলক আচরণ বন্ধ করা; হলে কোনও শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া; হলের গেস্টরুম সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা; দূরবর্তী হলগুলোর যাতায়াতের জন্য বাসের ট্রিপ এবং সময়সীমা বাড়ানো এবং ক্যাম্পাসে যাতায়াতের জন্য সঠিক রিকশা ভাড়া নির্ধারণ করা।

উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মেয়েদের পাঁচটি হলেই প্রতিনিয়ত বিভিন্ন অসঙ্গতি এবং অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে। যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা নানাবিধ হয়রানির শিকার হচ্ছে, এমনকি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে হলগুলোর ক্যান্টিনে উচ্চদামে নিকৃষ্ট মানের খাবার পরিবেশন, চাহিদার তুলনায় বিশুদ্ধ পানির ফিল্টারের অপ্রতুলতা, হলের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সময় অশোভন আচরণ, মেয়েদের হলগুলোতে প্রবেশের জন্য নানাবিধ নিষেধাজ্ঞা রয়েছে। এগুলো কার্যত শিক্ষার্থীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করে এবং বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আমরা এসব অসঙ্গতি এবং অনিয়মের অবসান চাই। শিক্ষার্থীদের স্বার্থ, অধিকার এবং সমস্যার কথা বিবেচনা করে দাবিগুলো বাস্তবায়ন করতে আপনি অবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রত্যাশা করছি।

এসময় উপস্থিত ছিলেন, শামসুন নাহার হল ছাত্রলীগের সভাপতি খাদিজা আখতার ঊর্মি, সাধারণ সম্পাদক  নুসরাত রুবাইয়াত নীলা, রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেন, সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথা, বঙ্গমাতা হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখী, সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি, কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি পূজা কর্মকার, সাধারণ সম্পাদক  রিমা আরা ডলি।

/এফএস/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বশেষ খবর
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন