X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পরিবেশ রক্ষায় যুবকদের সম্পৃক্ততা বাড়ানোর ঘোষণা বাপা’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫২

পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি, রক্ষা ও সম্পৃক্ততা বাড়াতে ‘যুব বাপা’ নামে নতুন অঙ্গ সংগঠনের ঘোষণা দিয়েছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

বুধবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘যুব বাপা’র ঘোষণা করেন সংগঠনের সভাপতি সুলতানা কামাল। তবে শুরুতেই পূর্ণাঙ্গ কোনও কমিটি ঘোষণা করা হবে না বলে জানান বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল।

নতুন এ প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্য সম্পর্কে শরীফ জামিল বলেন, ‘পরিবেশ আন্দোলনকে আরও সংগঠিত ও বেগবান করার লক্ষ্যে দেশব্যাপী কিশোর-তরুণ-যুবদের ঐক্যবদ্ধ করে তোলা যুব বাপার মূল উদ্দেশ্য।’

এছাড়া পরিবেশ আন্দোলনের জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান এবং অংশীদারিত্বের আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্যে স্থানীয় জ্ঞান, ধারণা ও দক্ষতার বিনিময় করাসহ কিশোর ও যুবকদের পরিবেশগত শিক্ষা প্রদান করা, পরিবেশ রক্ষার আন্দোলনে তাদের সম্পৃক্ত করতেই এই যুব ও জন আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।

যুব বাপা'র সদস্য হওয়ার বয়সসীমা ১৮-৩৫ বছর। কিশোর বাপা'র সদস্য হওয়ার বয়সসীমা ১২-১৮ বছর নির্ধারণ করা হয়েছে বাপার পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেন, ‘‘পরিবেশ রক্ষার দায়িত্ব শুধুমাত্র বাপার একার নয়, এটি সবার। পরিবেশ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাপা পরিবেশ রক্ষার জন্য কাজ করে আসছে এবং আগামীতেও কাজ করে যাবে। তরুণদের এই কাজের সঙ্গে যেন আরও বেশি সম্পৃক্ত করা যায়, তার জন্য ‘বাপা যুব’ নতুনভাবে পথ চলা শুরু করেছে।’’

সংবাদ সম্মেলনে বাপার অন্যান্য সদস্য ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!