X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘ড্যাপের ৭০ শতাংশ পরিবর্তনে জলাশয়কে হাউজিং দেখানো হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২২, ১৫:০৯আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৫:০৯

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বেলা) প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালে তৈরি জলাশয় আইন এই সরকারের সময়ই হত্যা করা হচ্ছে। আন্ত-মন্ত্রণালয় কমিটি ড্যাপের যেখানে-যেখানে সংশোধনী এনেছে, তার ৭০ শতাংশই হচ্ছে জলাশয় ভরাট করাকে লিগ্যালাইজ করে দেওয়া। জলাশয়কে হাউজিং দেখানো হয়েছে।’

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশোধিত ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) নিয়ে এডিটরস গিল্ড বাংলাদেশের আয়োজনে ‘ড্যাপ বিতর্ক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। শনিবার (১ অক্টোবর) রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন একাত্তর টেলিভিশন।

বৈঠকে অংশ নিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘প্রথমে যে ড্যাপটা এসেছিল সেখানে অনেক জলাশয়কে হাউজিং দেখিয়ে দেওয়া হয়েছিল। পরে জামিলুর রেজার নেতৃত্ব যখন একটা কমিটি হয় তখন আমরা গিয়ে ওটাকে আটকালাম। কারণ সরকারের কাজ ইললিগ্যালিটি লিগালাইজ করা নয়। সরকারের কাজ হচ্ছে ইললিগ্যালিটিকে অ্যাড্রেস করা, যারা ইললিগ্যাল কাজ করে তাদের শাস্তির মুখোমুখি করা। যখন এটা হয়ে গেলো তখন যারা মাটি ভরাট করে করে কাজ করে তারা সরকারের ওপর একটা চাপ সৃষ্টি করলো। যে মিটিংয়ে ড্যাপ পাস হলো সেই মিটিংয়ে বা তার পরের মিটিংয়ে রিভিউ কমিটি হলো। অর্থাৎ শেষ হইয়াও শেষ হইলো না শেষ- এর মতো অবস্থা। রিভিউ কমিটিতে একটি আন্তমন্ত্রণালয় কমিটি করে দেওয়া হলো। আজ পর্যন্ত সেই আন্তমন্ত্রণালয় কমিটি ড্যাপের যেখানে যেখানে সংশোধনী এনেছে তার ৭০ শতাংশ হচ্ছে জলাশয় ভরাট করাকে লিগ্যালাইজ করে দেওয়া।’

রাজউক কী করলো প্রশ্ন তুলে রিজওয়ানা হাসান আরও বলেন, ‘রাজউকের চেয়ারম্যানকে একটা ক্ষমতা দেওয়া আছে। ধরেন আপনার একটা জমি আছে আবাসিক সেটিকে আবেদন করলে ভিন্ন ব্যবহারের অনুমোদন দিতে পারবেন। চেয়ারম্যান ইচ্ছা মতো তার ক্ষমতা খাটান। চেয়ারম্যান দেখলেন বিপদ, এই ক্ষমতা আর আমি খাটাবো না। আন্তমন্ত্রণালয় যে কমিটি সরকার করে দিল সেই কমিটি করবে। ৭০ শতাংশ পরিবর্তন যেটা হয়েছে ড্যাপে সেটুকু হচ্ছে জলাশয়কে হাউজিং দেখানো। এই আওয়ামী লীগ সরকারই ২০০০ সালে জলাশয় আইন করলো। সেই আইনটাকে এই সরকারের সময়ই যেভাবে হত্যা করা হচ্ছে। একজন পরিবেশবাদি হিসেবে আমি শুধু আহতই হচ্ছি, আর কিছু করতে পারছি না।

‘ড্যাপের ৭০ শতাংশ পরিবর্তনে জলাশয়কে হাউজিং দেখানো হয়েছে’

এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবুর সঞ্চালনায় বৈঠকে অংশ নেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

আলোচক হিসেবে আরও যুক্ত ছিলেন, রাজউকের নগর পরিকল্পনাবিদ ও ড্যাপ প্রকল্পের পরিচালক মো. আশরাফুল ইসলাম, স্থপতি গোলাম নাসির, স্থপতি মোবাশ্বের হোসেন, নগরবিদ আদিলুর রহমান খান, স্থপতি ইকবাল হাবিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ এবং আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সহ-সভাপতি সোহেল রানা।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
শিগগিরই অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা: তথ্য প্রতিমন্ত্রী
সংবাদপত্রে প্রথমবার ৬ দিন ছুটি পেলেন সংবাদকর্মীরা
রাজউকের নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান
সর্বশেষ খবর
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের