X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মহাসড়কে গাড়ি চালানোর সংকেত জানেন কে?

উদিসা ইসলাম
২২ অক্টোবর ২০২২, ০৮:০০আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৯:৩৩

ভ্রমণে গেলে পিচঢালা সড়কে হলুদ বা সাদা দাগ তো সবারই নজরে আসে। কিন্তু কখনও কি ভেবেছেন, কেন এই দাগ? নিশ্চয়ই কোনও কারণ রয়েছে, ভেবেই হয়তো যাত্রী হিসেবে এই কৌতূহল নিবারণ করেছেন। কিন্তু একজন চালককে অবশ্যই এ সম্পর্কে জানতে হয়। আসলে তারা কতটুকু অবগত, এ বিষয়ে জানতেই কথা হয় রায়হানুল হক নামে এক চালকের সঙ্গে। প্রায় তিন বছর ধরে গাড়ি চালান তিনি। মহাসড়কে টানা সাদা দাগ থাকলে তার অর্থ কী বোঝায়, জানতে চাইলে তিনি বলেন, ‘এর অর্থ গাড়ি সোজা যাবে।’ শিশির নামে আরেক চালক তাকে থামিয়ে বলেন, ‘আসলে যেখানে ডিভাইডার থাকে না, সেখানে এই লাইন থাকে।’ প্রকৃতপক্ষে দুজনের উত্তরই ভুল। ট্রাফিক নিয়মে এই দাগের অর্থ হলো, চালক গাড়ির লেন পরিবর্তন করতে পারবেন না।

আবার টানা সাদা লাইনের মতোই সড়কে কাটা সাদা লাইনও থাকে। এই লাইনের অর্থ হলো- আপনি লেন পরিবর্তন করতে পারেন, তবে সাবধানে এবং যথাযথ সতর্কতার সঙ্গে। টানা হলুদ লাইন থাকলে অন্য গাড়িকে ওভারটেক করা যাবে। তবে হলুদ লাইনকে ক্রস করা যাবে না। সবসময় হলুদ লাইনের বাম দিকেই থাকতে হবে। এসব নিয়ম আবার দেশভেদে ভিন্ন হয়। রাস্তায় টানা হলুদের মতো যদি কাটা হলুদ লাইন থাকে, তবে অন্য গাড়িকে পাস দেওয়া এবং ওভারটেক করা যাবে।

মহাসড়কে গাড়ি চালানোর সংকেত জানেন কে?

সাধারণত নিয়মিত গাড়ি চালান না, হুট করে শহর থেকে বেরিয়ে মহাসড়কে যান; এমন চালকদের বেশিরভাগই মনে করতে পারেন না, রাস্তায় দেওয়া সাদা-হলুদ নানা রকমের সংকেতের কোনটার কী মানে। আর নিয়মিত যারা চালান, তারা এই দাগের অর্থ জানলেও মানার প্রয়োজন বোধ করেন না। আর এর ফলে দুর্ঘটনাও ঘটছে অহরহ। যদিও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মনে করে, লাইসেন্সধারী সবাই এসব সংকেতের মানে জানেন।

যখন লাইসেন্স নেওয়ার পরীক্ষা হয়েছিল, সেখানে সংকেত চেনার পরীক্ষায় পাস করেছিলেন কিনা প্রশ্নে শিশির বলেন, ‘একটা চার্ট ছিল, সেখানে সব সংকেত আঁকা ছিল। একেকটার ওপর আলো ফেলে জানতে চাওয়া হয়েছে তার মানে কী? আমি চারটার মধ্যে তিনটা পেরেছিলাম।’ চারটার মধ্যে একটি পেরেছেন, এমন ব্যক্তিকেও ভারী যানবাহনের অনুমতি পেতে নিজে দেখেছেন বলেও জানালেন তিনি।

মহাসড়কে গাড়ি চালানোর সংকেত জানেন কে?

গত বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় যারা প্রাণ হারান, তাদের মধ্যে ৬৭ শতাংশই অর্থনৈতিক কাজে সক্ষম (১৫-৬৪ বছর বয়সী)। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) হিসাবে, দেশে সড়ক দুর্ঘটনা এবং এর প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা। কেবল নিয়ম মানলে এই বিশাল ক্ষতি অনেকাংশে এড়ানো যায়।

বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের হিসাব বলছে, গত পাঁচ বছরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০হাজার মানুষ নিহত এবং ৬০ হাজার জন প্রতিবন্ধী হয়েছেন।

মহাসড়কে গাড়ি চালানোর সংকেত জানেন কে?

গণপরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গতি ও চালকের বেপরোয়া মনোভাবের কারণে, রাস্তার নিয়ম জেনেও তা ভাঙার প্রবণতার কারণে ৯০ শতাংশ দুর্ঘটনা ঘটে। তবে সাম্প্রতিক সময়ে মোটরসাইকেলের আধিক্য এবং ছোট যানবাহনের চলাচল বেড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা আরও বাড়ছে। মহাসড়ক এবং গুরুত্বপূর্ণ সড়কে ছোট অবৈধ যানবাহন চলাচল বন্ধের ঘোষণা সরকার দিলেও তা বাস্তবায়িত হয়নি।

হাইওয়ে পুলিশ তাদের পর্যবেক্ষণ থেকে বলছে, হাইওয়েতে গাড়ি চালানোর ভিন্ন নিয়ম আছে। এত দুর্ঘটনার পিছে অনেক কারণের মধ্যে অন্যতম হলো সংকেতগুলো না জানা। বেশিরভাগ ক্ষেত্রে চালক এসব বিষয়ে জানেন না, ফলে যারা জেনে গাড়ি চালান তারা বিপদে পড়েন। বাইরের দেশগুলোতে এসব বিষয় সাধারণত স্কুল থেকেই শেখানো হয়। আমাদের এখানে হাইওয়ে পুলিশ নানাভাবে সতর্ক করার চেষ্টা করে। কিন্তু কোনটা কী, সেটা জানানোর বিষয়টা অনেক বিস্তৃত।

মহাসড়কে গাড়ি চালানোর সংকেত জানেন কে?

বিআরটিএ’র পরিচালক (রোড সেফটি) মাহবুব-ই-রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, একজন ড্রাইভারকে লাইসেন্স নিতে হলে সড়কের সকল সাইনসহ অন্যান্য বিষয়ে সম্পূর্ণ ধারণা থাকতে হয়। লাইসেন্স নিয়ে সড়কে নামবেন, তিনি সংকেত জানবেন না, তা হতেই পারে না। যারা সড়ক সাইন বলতে পারবেন না, তাদের লাইসেন্স ঠিক আছে কিনা, সেটাও দেখার বিষয়।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
সর্বশেষ খবর
শৈশব কেন অনিরাপদ?
শৈশব কেন অনিরাপদ?
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড