X
মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩
১৬ মাঘ ১৪২৯

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস ও পাহাড় ধসের শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২২, ১০:৩৪আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৬:২৫

বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। উপকূল থেকে মাত্র ৫০০ কিলোমিটার দূরে আছে এখন। ঝড়ের প্রভাবে আগামীকাল পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি চলবে। একইসঙ্গে নিম্নাঞ্চলে জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে কমবে তাপমাত্রা।

ঝড়ের প্রভাবে গতকাল রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। আজ ভোর থেকে বৃষ্টি বেড়ে রাজধানী ঢাকাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। ঝড় যত এগিয়ে আসবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি ঝড়ো হাওয়ার বেগ বাড়তে পারে আগামীকালও এই আবহাওয়া বজায় থাকবে বলে আবহাওয়া অধিদফতর জানায়। 

আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে আজ সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী অর্থাৎ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার থেকে অতিভারী অর্থাৎ ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস ও পাহাড় ধসের শঙ্কা

এদিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে বলে আবহাওয়া অধিদফতর শঙ্কা প্রকাশ করেছে।

এদিকে ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ, অমাবশ্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৮ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।

রংপুর ও রাজশাহী বাদে দেশের প্রায় বেশির ভাগ এলাকায় বৃষ্টি হয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। 

ভোর ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের হিসেব অনুযায়ী সর্বোচ্চ বৃষ্টি হয়ে খেপুপাড়ায় ৭১ মিলিমিটার। এছাড়া ঢাকায় ৫, ময়মনসিংহে ১, খুলনায় ১৩, বরিশালে ৩৬  মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস ও পাহাড় ধসের শঙ্কা

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারীবর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

/এসএনএস/ইউএস/
সর্বশেষ খবর
সংবাদ প্রকাশের পর কুমিল্লার হাইওয়ে হোটেলে অভিযান
সংবাদ প্রকাশের পর কুমিল্লার হাইওয়ে হোটেলে অভিযান
ভাড়াটে খুনি দিয়ে ভাতিজাকে খুন করান সাইফুল
ভাড়াটে খুনি দিয়ে ভাতিজাকে খুন করান সাইফুল
অভিনেত্রী আঁখির অবস্থা এখনও আশঙ্কাজনক
অভিনেত্রী আঁখির অবস্থা এখনও আশঙ্কাজনক
শীতপ্রবণ তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে বদলে যাওয়া জীবনের গল্প
শীতপ্রবণ তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে বদলে যাওয়া জীবনের গল্প
সর্বাধিক পঠিত
মঞ্চে না দেখে আসাদকে ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী
মঞ্চে না দেখে আসাদকে ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী
এসআইবিএল থেকে মাহবুব-উল-আলমের পদত্যাগ
এসআইবিএল থেকে মাহবুব-উল-আলমের পদত্যাগ
এনআইডি’র সঙ্গে সমন্বয় করে পাসপোর্ট সমস্যা দ্রুত সমাধানের সুপারিশ
এনআইডি’র সঙ্গে সমন্বয় করে পাসপোর্ট সমস্যা দ্রুত সমাধানের সুপারিশ
রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে প্রস্তুত ন্যাটো?
রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে প্রস্তুত ন্যাটো?
আলাদা ইউনিট করে রাজউকই পূর্বাচলে নাগরিক সেবা দেবে
আলাদা ইউনিট করে রাজউকই পূর্বাচলে নাগরিক সেবা দেবে