X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেঁকড় মনে রাখলে তরুণরা জঙ্গিবাদে জড়াবে না: ফরিদা ইয়াসমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৩, ১১:১৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১১:১৩

শেঁকড় মনে রাখলে তরুণরা জঙ্গিবাদে জড়াবে না বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। শুক্রবার (১৩ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ বিজি প্রেস খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

ফরিদা ইয়াসমিন বলেন, আমরা যেন আমাদের মুক্তিযুদ্ধকে মনে রাখি। অনেক ত্যাগ, তিতিক্ষা, রক্তের বিনিময়ে আমাদের এই দেশ, স্বাধীনতা ও লাল সবুজের এই পতাকা। আমরা মনে রাখবো আমাদের শেঁকড় কোথায়। আমাদের শেঁকড় কিন্তু মুক্তিযুদ্ধ। আমরা মনে করি, তরুণরা যদি এই শেঁকড়কে মনে রাখে তাহলে তারা জঙ্গিবাদে জড়াবে না, কোনও খারাপ কাজে যেতে পারে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ। আমি দেখতে পাচ্ছি, এখানকার অনেকেই আগামীর বাংলাদেশকে পরিচালনা করবে। মন্ত্রী হবে, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে। তাই যে ডিজিটার বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ হতে চলেছে, তরুণদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ এগিয়ে যাবে।’ 

এদিন সকাল থেকেই সারাদেশ থেকে এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের প্রায় আড়াই হাজার বন্ধু অনুষ্ঠানস্থলে সমবেত হন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন সময় হারিয়ে ফেলা বন্ধুদের জন্য দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে আয়োজকদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কণ্ঠশিল্পী কণা, সজল ও ক্লোজআপওয়ান তারকা রাজীব অনুষ্ঠানে গান পরিবেশন করেন। 

অনুষ্ঠানের মাঝে এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের উদ্দোগে দেশজুড়ে মানবিক কর্মকাণ্ডের বিষয় প্রেজেন্টেশন পরিবেশনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- রিশান মাহমুদ রনি ও মুমু মাহিনুর। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন, শরিফুল ইসলাম মিয়া ও আরাফাত মুন্না।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
শিশু অধিকার বিষয়ে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার
ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের উদিসা ইসলাম
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা