X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

আমরা সংখ্যালঘু ধারণায়  বিশ্বাস  করি না: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৩, ২০:৫৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২০:৫৯

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সকলের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সংখ্যালঘু ধারণায়  বিশ্বাস  করি না। বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও অসাম্প্রদায়িক চেতনাবোধই আমাদের জীবনচলার পথনকশা। বঙ্গবন্ধু আরও বেশি জানার বঙ্গবন্ধু স্টাডি সেন্টার অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (২৮ জানুয়ারি) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কার্যালয়ে (পরীবাগ, ঢাকা)  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ‘বঙ্গবন্ধু স্টাডি সেন্টার’ এর শুভ উদ্বোধন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সকল ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে উল্লেখযোগ্য পরিমাণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থায়ী আমানত ২১ কোটি টাকা হতে ১০০ কোটি টাকায় উন্নীত করেছে। হিন্দু তীর্থ যাত্রীদের জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে অনুদান সহায়তা প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুই আমাদের  অসাম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। বাঙালি  হিসেবে আমাদের সকলের অধিকার সমান। সামনে যাতে ধর্মের দোহাই দিয়ে কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে জনপ্রতিনিধি,  প্রশাসন,  রাজনৈতিক,  সামাজিক ও ধর্মীয় নেতাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান-১ নারায়ণ চন্দ্র চন্দ, সিনিয়র ভাইস চেয়ারম্যান-২ মনোরঞ্জন শীল গোপাল, নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান ও  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা অসীত সরকার সজল, ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সাবেক সচিব অশোক মাধব রায়,  ট্রাস্টি অ্যাডভোকেট ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলনসহ আরও অনেকে বক্তব্য দেন।

অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ও  নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান  অসীত সরকার সজল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক সচিব ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক রনজিত কুমার দাসসহ ট্রাস্টের  বিগত দিনে দায়িত্ব পালন করেছেন এমন বেশ কিছু কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়।

 

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি