X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মীর কাসেমের আপিল শুনানি বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৯

হাইকোর্ট জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীকে ফাঁসি থেকে খালাস চেয়ে আদালতে যুক্তি উপস্থাপন করেছেন তার আইনজীবী এসএম শাহজাহান। মঙ্গলবার চুতর্থ দিনের মতো শুনানি শেষে আদালতে আবারও বুধবার পর্যন্ত শুনানি মুলতবি রাখেন।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে মীর কাসেম আলীর পক্ষে এ যুক্তি উপস্থাপন করা হয়। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
যুক্তি উপস্থাপন শেষে মীর কাসেমের আইনজীবী এসএম শাহজাহান বলেন, ‘তিনি (মীর কাসেম) মামলা থেকে খালাস পাবেন এই প্রত্যাশায় আমরা এ পর্যন্ত চারদিন আপিলে মীর কাসেমের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেছি।’ এ মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে সোমবার মীর কাসেম আলীর পক্ষে আদালতে ৪, ৬, ৭ ও ৯ নম্বর চার্জের ওপর যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী এসএম শাহজাহান। এর আগে সদ্য অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম এ মামলায় আইনজীবী হিসেবে গত ১১ ফেব্রুয়ারি কাজ শুরু করলেও সোমবার নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়ে দুইজন আইনজীবী মীর কাসেমের পক্ষে মামলা করবেন বলে আদালতকে অবহিত করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৩০ নভেম্বর মীর কাসেম আলী আপিল করেন। এ আপিল মামলার সারসংক্ষেপ আগেই দাখিল করেছেন রাষ্ট্র ও আসামিপক্ষ। গত ৬ জানুয়ারি শুনানির দিন ২ ফেব্রুয়ারি ধার্য করেছিলেন আপিল বিভাগ। আর ২ ফেব্রুয়ারি আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি পুনঃনির্ধারণ করেন সর্বোচ্চ আদালত।

/ইউআই/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!