X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

সাইবার সাপোর্ট সেন্টারে বছরে অভিযোগ ২৬ হাজার

জামাল উদ্দিন
২৪ এপ্রিল ২০২৩, ১৯:০০আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৯:৫৯

প্রায় প্রতিদিনই ফোন আসে সিআইডির সাইবার সাপোর্ট সেন্টারে। ফেসবুক পেজে মেসেজ আসে শত শত। নারীদের নানাভাবে হয়রানি, নিগ্রহ এবং বিভিন্ন প্রতারণার অভিযোগই বেশি। গত বছর (২০২২) সাইবার সাপোর্ট সেন্টার তাদের ফেসবুক পেজের মাধ্যমে এ ধরনের অভিযোগ পেয়েছে ২৫ হাজার ৪৩৫টি। এরমধ্যে ১৬ হাজার ৩২৮টি অভিযোগের সমাধান করেছে সিআইডি। কোনও ক্ষেত্রে অভিযুক্তকে ডেকে এনে আলোচনার মাধ্যমে, আবার ক্ষেত্রবিশেষে মামলা দিয়ে এসব অভিযোগের সমাধান করা হয়েছে।

জানা গেছে, গত বছর সিআইডির সাইবার সাপোর্ট সেন্টার ফোনে অভিযোগ পেয়েছে ৯ হাজার ৭৭টি। ফোনে পাওয়া অভিযোগের মধ্যে ৬ হাজার ৮৫৯টি অভিযোগ সমাধান করে তারা। চলতি বছরের জানুয়ারিতে ৪৭৭টি এবং ফেব্রুয়ারিতে ৫২৬টি অভিযোগ পায় সিআইডি। এসবেরও পর্যায়ক্রমে অনুসন্ধান ও তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা  নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

সাইবার জগতে অপরাধ বাড়ছে আশঙ্কাজনক হারে। অপরাধের ধরনও পাল্টাচ্ছে প্রতিনিয়ত। ক্রমবর্ধমান এই সাইবার অপরাধ ও প্রচলিত অপরাধ কার্যকরভাবে মোকাবিলা করতে চায় সরকার। যে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আরও শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবকে আরও আধুনিকায়ন ও সম্প্রসারণ করা। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ডিজিটাল তদন্ত ক্ষমতাকে শক্তিশালী করার জন্য প্রায় ৬০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সিআইডির এই ফরেনসিক ল্যাবের কার্যক্রমকে প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে আরও সম্প্রসারিত করার কাজ শুরু হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সূত্র জানায়, প্রতিদিন শত শত অভিযোগ আসে সিআইডির সাইবার সাপোর্ট সেন্টারে, যা সমাধানে হিমশিম খেতে হয় তাদের। জনবল সংকটসহ নানা সমস্যা থাকায় সব অভিযোগ আমলে নিতে পারছে না সংস্থাটি। জটিল ও কঠিন সাইবার অপরাধসহ প্রচলিত অপরাধগুলো দ্রুত সমাধানে সিআইডিকে প্রযুক্তির দিক থেকে আরও দক্ষ করে গড়ে তুলতে চায় সরকার। তাছাড়া দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশে প্রমাণভিত্তিক পুলিশিংয়ের উন্নয়নে এসব উদ্যোগ নেওয়া হয়। যার একটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশের জন্য নিরাপদ সাইবারস্পেস করতে হলে পুলিশের জাতীয় ও আঞ্চলিক ডিজিটাল তদন্ত ক্ষমতা বাড়ানো। যে কারণে সেই উদ্যোগ বাস্তবায়নে ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকেও একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীন আগামী ২০২৫ সালের মধ্যে চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের জন্য ১০ তলা ভবন তৈরি করা হবে। কম্পিউটার ও প্রশিক্ষণ সরঞ্জামাদিসহ কিছু সফটওয়্যার কেনা হবে সিআইডির জন্য। এ জন্য সরকারের ব্যয় হবে প্রায় ৬০ কোটি টাকা। এতে ডিজিটাল বাংলাদেশের জন্য নিরাপদ সাইবারস্পেস বাস্তবায়নের ক্ষেত্রে সিআইডি তথা পুলিশের জাতীয় ও আঞ্চলিক ডিজিটাল তদন্ত ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোহাম্মদ রেজাউল মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাইবার অপরাধের ধরন দিন দিন পাল্টাচ্ছে। প্রযুক্তির উৎকর্ষতায় সাইবার অপরাধীরাও নিত্য নতুন কৌশল অবলম্বন করছে। এজন্য সিআইডির সক্ষমতা বাড়ানো উচিত।’ তিনি বলেন, ‘সাইবার অপরাধ বন্ধ বা প্রতিরোধ করা খুবই কঠিন কাজ। নিত্য নতুন পন্থা অবলম্বন করে প্রতারণা বা বুলিং করে সাইবার অপরাধীরা। কারণ, ফেসবুক ও অনলাইনে হাজারো ছবি ও ভিডিও পাওয়া যায় এখন। তাই ফরেনসিক ল্যাব যত শক্তিশালী হবে, তত মঙ্গল সবার জন্য।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যেভাবে খালাস পেয়ে যাচ্ছে দুর্ধর্ষ আসামিরা
মুদ্রাপাচার বাড়ার কারণ জানালেন অর্থমন্ত্রী
পিনাকীর বিরুদ্ধে অভিযোগপত্র, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা
বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা
ভারতে চতুর্থ দফার ভোটে অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গে হট্টগোল
ভারতে চতুর্থ দফার ভোটে অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গে হট্টগোল
বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ ন্যাপের শুভেচ্ছা
বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ ন্যাপের শুভেচ্ছা
হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা