রাজধানীর কমলাপুর রেলস্টেশন প্ল্যাটফর্ম থেকে মো. তাহসিন মুফাসসের ফুয়াদ (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত্যুর বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
গ্রামের বাড়ি যাওয়ার জন্য বিকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে অসুস্থ হয়ে পড়ে ফুয়াদ। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) কনস্টেবল আলম উদ্দিন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা পর সন্ধ্যা পৌনে সাতটায় তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ওই কনস্টেবল বলেন, ছেলেটি প্লাটফর্মে বসে থেকে অসুস্থ হয়ে পড়েন। পরে কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালে নিয়ে আসি।
ফুয়াদের বড় ভাই মো. তিয়াস বলেন, আমার ভাই বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। ফুয়াদ আজ বিকালে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর স্টেশনে যায়। পরে আমরা জানতে পারি কমলাপুর রেলস্টেশনে অসুস্থ হয়ে পড়ে আছে। আমরা কমলাপুরে খবর নিয়ে জানতে পারি তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এসে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি।
তিনি আরও বলেন, ফুয়াদ আগে থেকেই হার্টের রোগী ছিল। চিকিৎসক জানিয়েছে, স্ট্রোকজনিত কারণেই ফুয়াদের মৃত্যু হয়েছে। আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পুনিয়াউট গ্রামে। বর্তমানে ধানমন্ডির জিগাতলার একটি মেসে থাকতো ফুয়াদ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট গ্রামের এটিএম আব্দুস সালাম বাবুলের ছেলে ফুয়াদ।