X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

৮ কেজি সোনাসহ দুবাই-ফেরত নারী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮

৮ কেজি সোনাসহ দুবাই-ফেরত এক নারী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বিমানবন্দর থানায় তাকে হস্তান্তর করে ফৌজদারি মামলা করা হয়েছে।

জানা গেছে, দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনের ইকে৫৮৪ ফ্লাইট ১৯ ডিসেম্বর রাত ১১টার দিকে ঢাকায় অবতরণ করে। রেখা পারভীন নামের এক যাত্রী চোরাচালান করছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের (বি-শিফট) সহকারী পরিচালক ফারহানা বেগম জানান, এমিরেটস এয়ারলাইনের ফ্লাইটটি ১০ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ২৮কে সিটে যাত্রী রেখা পারভীনকে শনাক্ত করা হয়। তল্লাশি করে তার সাদা হ্যান্ড ব্যাগের অভ্যন্তরে কালো কাপড়ে মোড়ানো স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণ (যাত্রীসহ) গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়।

সহকারী পরিচালক ফারহানা বেগম জানান, যাত্রীর কাছে ৬৯টি স্বর্ণবার, একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। পরে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ছয়টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। ৬৯টি স্বর্ণবারের ওজন ৮ কেজি ৪ গ্রাম ও একটি স্বর্ণের চেইনের ওজন ১১৫ গ্রাম এবং ছয়টি স্বর্ণের চুড়ির ওজন ৯৮ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৮ হাজার ২১৭ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ছয় কোটি ৬৭ লাখ ৩৬ হাজার টাকা।

সহকারী পরিচালক জানান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট বি-শিফটের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় ও তল্লাশির কারণে এই স্বর্ণ চোরাচালান রোধ করা সম্ভব হয়েছে। জব্দ স্বর্ণবারগুলো ঢাকা কাস্টম হাউসের মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর বিমানবন্দর থানায় যাত্রীকে হস্তান্তর করে। যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
নাম জান্নাত ফার্মেসি, সাড়ে সাত টাকার ওষুধের দাম চাইলো ৩৫০ টাকা
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন