X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ভোটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের ‘ভ্রাম্যমাণ’ অবস্থায় থাকার অনুরোধ ইসি রাশেদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৪, ১৪:৪৮আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৮:৪৬

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ করে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘দৃশ্যমান একটা শাস্তি দেখাবেন, যাতে জনগণ জানে-বোঝে; এটা করলে শাস্তি হয়। আপনারা মাঠে থাকবেন, প্লিজ। আপনারা দয়া করে কোথাও, কোনও জায়গায় বসে থাকবেন না। আপনারা অবশ্যই ভ্রাম্যমাণ অবস্থায় থাকবেন।’

সোমবার (১ জানুয়ারি) আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘সামান্যতম অপরাধ যারা করবেন, তাদের প্রতি আপনারা কখনোই ক্ষমাশীল হবেন না। কখনোই কর্তব্যের প্রতি অবহেলা করবেন না। আপনি সাহসিকতা, নির্ভীকভাবে কাজ করবেন।’

রাশেদা সুলতানা আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের দায়িত্বে আসার পর এ পর্যন্ত স্থানীয় বিভিন্ন নির্বাচন, উপনির্বাচন থেকে শুরু করে প্রায় ১২০০ নির্বাচন করেছি। প্রত্যেকটাতেই ছোট ছোট ঘটনা ছাড়া বড় ধরনের কোনও সহিংসতা, রক্তপাত কোনও কিছুই ঘটেনি।’

এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমরা চাই বা না চাই, এখানে অনেক অপরাধ সংঘটিত হয়ে থাকে। নির্বাচনে আচরণবিধি ভঙ্গ হয়ে থাকে প্রার্থীর দ্বারা, পোলিং পারসোনালদের দ্বারা, অনেক সময় নির্বাচন প্রক্রিয়ায় আমরা যারা থাকি তাদের উদাসীনতার কারণেও ব্যত্যয় হয়ে থাকে। এ ব্যত্যয়গুলো যদি ঘটতে থাকে, তাহলে নির্বাচনি পরিবেশ বজায় থাকে না।’

তিনি বলেন, ‘আপনাদের একজন বড় বোন হিসেবে বলতে জানাতে চাই—আপনারা কিন্তু আপনাদের দায়িত্বটা খুব সুচারুভাবে পালন করবেন। সমন্বয় হয়নি, ভালো মতো কাজ করা হয়নি; এই বিষয়টি শুনলে আমি খুবই দুঃখ পাবো। কারণ, আমি আপনাদের বিচার বিভাগেরই একজন বড় বোন। আমি খুব লজ্জাও পাবো।‘

তিনি আরও বলেন, ‘জনগণ যাকে পছন্দ করবে তাকেই তারা নির্বাচিত করবেন। তাদের দিয়েই দেশ পরিচালিত হবে। তারাই জনগণের পক্ষে নেতৃত্ব দেবেন।’

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
এক শতাংশ ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য: ইসি হাবিব
সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য, আ.লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল, প্রকাশ্যে ভোটের জন্য এমপির ‘দুঃখ প্রকাশ’
সর্বশেষ খবর
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা