X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

ভোটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের ‘ভ্রাম্যমাণ’ অবস্থায় থাকার অনুরোধ ইসি রাশেদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৪, ১৪:৪৮আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৮:৪৬

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ করে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘দৃশ্যমান একটা শাস্তি দেখাবেন, যাতে জনগণ জানে-বোঝে; এটা করলে শাস্তি হয়। আপনারা মাঠে থাকবেন, প্লিজ। আপনারা দয়া করে কোথাও, কোনও জায়গায় বসে থাকবেন না। আপনারা অবশ্যই ভ্রাম্যমাণ অবস্থায় থাকবেন।’

সোমবার (১ জানুয়ারি) আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘সামান্যতম অপরাধ যারা করবেন, তাদের প্রতি আপনারা কখনোই ক্ষমাশীল হবেন না। কখনোই কর্তব্যের প্রতি অবহেলা করবেন না। আপনি সাহসিকতা, নির্ভীকভাবে কাজ করবেন।’

রাশেদা সুলতানা আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের দায়িত্বে আসার পর এ পর্যন্ত স্থানীয় বিভিন্ন নির্বাচন, উপনির্বাচন থেকে শুরু করে প্রায় ১২০০ নির্বাচন করেছি। প্রত্যেকটাতেই ছোট ছোট ঘটনা ছাড়া বড় ধরনের কোনও সহিংসতা, রক্তপাত কোনও কিছুই ঘটেনি।’

এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমরা চাই বা না চাই, এখানে অনেক অপরাধ সংঘটিত হয়ে থাকে। নির্বাচনে আচরণবিধি ভঙ্গ হয়ে থাকে প্রার্থীর দ্বারা, পোলিং পারসোনালদের দ্বারা, অনেক সময় নির্বাচন প্রক্রিয়ায় আমরা যারা থাকি তাদের উদাসীনতার কারণেও ব্যত্যয় হয়ে থাকে। এ ব্যত্যয়গুলো যদি ঘটতে থাকে, তাহলে নির্বাচনি পরিবেশ বজায় থাকে না।’

তিনি বলেন, ‘আপনাদের একজন বড় বোন হিসেবে বলতে জানাতে চাই—আপনারা কিন্তু আপনাদের দায়িত্বটা খুব সুচারুভাবে পালন করবেন। সমন্বয় হয়নি, ভালো মতো কাজ করা হয়নি; এই বিষয়টি শুনলে আমি খুবই দুঃখ পাবো। কারণ, আমি আপনাদের বিচার বিভাগেরই একজন বড় বোন। আমি খুব লজ্জাও পাবো।‘

তিনি আরও বলেন, ‘জনগণ যাকে পছন্দ করবে তাকেই তারা নির্বাচিত করবেন। তাদের দিয়েই দেশ পরিচালিত হবে। তারাই জনগণের পক্ষে নেতৃত্ব দেবেন।’

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
নির্বিঘ্নে ভোট দিতে পরিবেশ সৃষ্টি করছে নির্বাচন কমিশন: রাশেদা সুলতানা
বিএনপি ফের নৈরাজ্য করলে ডাবল শিক্ষা পেয়ে যাবে: ওবায়দুল কাদের
প্রথম ধাপে কত শতাংশ ভোট পড়েছে জানালো ইসি
সর্বশেষ খবর
সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার 
সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার 
পা দিয়ে লিখেই ‘এ মাইনাস’ পেলো সিয়াম শেখ
পা দিয়ে লিখেই ‘এ মাইনাস’ পেলো সিয়াম শেখ
রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজতে আশ্রয় শিবিরে সংসদীয় স্থায়ী কমিটি
রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজতে আশ্রয় শিবিরে সংসদীয় স্থায়ী কমিটি
আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা ব্যাপক: তথ্য প্রতিমন্ত্রী
আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা ব্যাপক: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা