X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বন্যপ্রাণী রক্ষায় ২০২৩ সালে ২৪টি অভিযান চালিয়েছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৪, ০৩:৫০আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৩:৫০

বিলুপ্ত বন্যপ্রাণী রক্ষায় এবং অবৈধভাবে পাচারের সময় ২০২৩ সালে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, সিরাজগঞ্জ, ফেনীসহ দেশব্যাপী ২৪টি অভিযান চালিয়েছে পুলিশ। এসব অভিযানে বিপন্ন প্রজাতির ভল্লুক শাবক, হগ ব্যাজার (গোর খোদক), হনুমান, উল্লুক, সুন্ধি কাছিম, রাজধনেশ, কোকিল, টিয়া, ময়না, কাঠবিড়ালি, পেঁচা ও লজ্জাবতী বানরসহ অন্যান্য প্রাণী উদ্ধার করা হয় এবং বনবিভাগের সহায়তায় অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

বুধবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যপ্রাণীর বিলুপ্তি ও পাচার প্রতিরোধে আন্তর্জাতিক অঙ্গণে ব্যাপক সাফল্য পেয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রগুলো পার্শ্ববর্তী দেশ মিয়ানমারসহ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী সংগ্রহ করে থাকে এবং দেশের দক্ষিণাঞ্চলকে (খুলনা-সাতক্ষীরা) উক্ত বণ্যপ্রাণী পাচারের রুট হিসেবে ব্যবহার করে থাকে।

২০২৩ সালে অভিযানের ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয় এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে ইন্টারপোলের সঙ্গে তথ্য বিনিময় করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যপ্রাণীর বিলুপ্তি ও পাচার প্রতিরোধে বিভিন্ন সংস্থা বৈশ্বিকভাবে কার্যক্রম গ্রহণ করেছে। ইন্টারপোল আন্তর্জাতিকভাবে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী ‘অপারেশন থান্ডার ২০২৩’ শিরোনামে ইন্টেলিজেন্স-লেড অপারেশন পরিচালনা করে।

বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৮(ক) অনুযায়ী, পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ ও উন্নয়নের বিধান রয়েছে। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের মতো বাংলাদেশ পুলিশও এ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী রক্ষায় ও অবৈধভাবে পাচার প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি ভিত্তিতে ‘অপারেশন থান্ডার ২০২৩’ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে।

বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী পরিচালিত ‘অপারেশন থান্ডার ২০২৩’ কার্যক্রম অনুযায়ী এ মাসে (জানুয়ারি) সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বন্যপ্রাণী রক্ষা ও পাচার প্রতিরোধ সংক্রান্ত ঘটনা শনাক্তে (কেস রিপোর্ট) বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সংখ্যক সাফল্য অর্জন করেছে। বন্যপ্রাণী রক্ষায় বাংলাদেশ পুলিশের কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা অর্জন করায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী