X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ব্যাটারিচালিত যানবাহন-শ্রমিকদের ওপর চাঁদাবাজি বন্ধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২০

রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের নাগরিক অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাসহ ৫ দফা দাবি জানিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এর মধ্যে তাদের অন্যতম দাবি হচ্ছে— ‘ব্যাটারিচালিত যানবাহন-শ্রমিকদের ওপর চাঁদাবাজি বন্ধ করতে হবে।’

রবিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর কোনও দেশে এত সংখ্যক শ্রমিক এ ধরনের অমানবিক পেশার সঙ্গে যুক্ত নেই। যান্ত্রিক উৎকর্ষতার যুগে উন্নত বিশ্বে যখন পশু দিয়ে অতিপরিশ্রমের কাজ করাকে নিরুৎসাহিত করা হয়, সেখানে জীবিকার তাগিদে আমাদের দেশের লাখ লাখ মানুষ ভারবাহী পশুর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে। তাই রিকশার যান্ত্রিকীকরণ একটি আবশ্যিক মানবিক কর্তব্য।

সমাবেশে অংশ নেওয়া রিকশাচালক সেলিম বলেন, কামরাঙ্গীচরের সোনারঘাট এলাকায় তিনি দীর্ঘদিন রিকশা চালান। কিন্তু ব্যাটারিচালিত রিকশা চালাতে ওই এলাকার সোহরাবের কাছে থেকে তিন হাজার টাকা দিয়ে কার্ড নিতে হয়। এই কার্ড দেখালে পুলিশ ধরে না। আর কার্ড না থাকলে পুলিশ ধরে।

ব্যাটারিচালিত যানবাহনকে বিআরটিএ লাইসেন্স না দেওয়ায় আইনগত সমস্যা হচ্ছে দাবি করে সংগঠনটি বলছে,  এই সুযোগে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজরা ট্রাফিক ও পুলিশের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে শ্রমিক ও মহাজনদের ওপরে নানা ধরনের নিপীড়ন চালাচ্ছে। কার্ড ও টোকেনের নামে এই চাঁদাবাজি শ্রমিকদের জীবন- জীবিকাকে দুর্বিষহ করে তুলেছে।

বৃহত্তর লালবাগ-কামরাঙ্গীরচর অঞ্চলে চাঁদাবাজ সোহরাব, পল্লবীসহ বৃহত্তর মিরপুর অঞ্চলে চাঁদাবাজ মাওরা আড্ডু, মোহাম্মদপুর অঞ্চলে সাংবাদিক পরিচয়ধারী কতিপয় ব্যক্তিসহ চাঁদাবাজরা প্রতি মাসেই কোটি কোটি টাকা অবৈধ চাঁদাবাজি করছে।

এসময় সংগঠনটির পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়।  তাদের দাবিগুলো হলো—

১. ব্যাটারিচালিত যানবাহন-শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন-চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং  কার্ড-টোকেনের নামে চলমান অবৈধ চাঁদাবাজির সঙ্গে যুক্ত ব্যক্তি ও তাদের প্রশ্রয়দাতা পুলিশ-ট্রাফিক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

২. বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান ও যানবাহনের লাইসেন্স প্রদান সম্পন্ন না হওয়া পর্যন্ত ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধের নির্বাহী আদেশ জারি করতে হবে। ব্যাটারিচালিত যানবাহন চলাচলে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন করতে হবে।

৩. বিভিন্ন রাস্তায় রিকশা-ভ্যান-ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৪. পল্লবীতে সন্ত্রাসী মাওরা আড্ডু বাহিনী, বৃহত্তর লালবাগ-কামরাঙ্গীরচর অঞ্চলে চাঁদাবাজ সোহরাবসহ ঢাকার বিভিন্ন স্থানে সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে।

৫. রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের নাগরিক অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। 

এ সময় সমাবেশে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারি, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, উপদেষ্টা ও সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন, উপদেষ্টা ও রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্নাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
সর্বশেষ খবর
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?