X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কন্যা শিশুর অধিকার সুরক্ষাব্যবস্থা জোরদারের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৪, ২০:২০আপডেট : ০৭ মার্চ ২০২৪, ২০:২০

সকল ক্ষেত্রে কন্যা শিশুদের সমান অধিকার ও বিকাশে যথাযথ বিনিয়োগ এবং যুগোপযোগী সুরক্ষাব্যবস্থা নিশ্চিতের আহ্বান জানিয়েছে চাইল্ডস রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ।

নারী দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, সহিংসতামুক্ত নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা প্রতিটি শিশুর অধিকার। কিন্তু বাংলাদেশে কন্যা শিশুরা প্রায়ই সহিংসতা ও বৈষম্যের শিকার হয়। যা তাদের স্বাভাবিক বিকাশকে ব্যাহত করার পাশাপাশি তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মাণের পথকে বাধাগ্রস্ত করছে। আজকের কন্যা শিশুই আগামীর নারী, দেশের সুযোগ্য নাগরিক। তাই, আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ কন্যা শিশুদের সামগ্রিক বিকাশে, সম-অধিকার ও সম-সুযোগ নিশ্চিতে যথাযথ বিনিয়োগ এবং প্রচলিত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন ও যুগোপযোগী সুরক্ষাব্যবস্থা জোরদার করার আহ্বান জানাচ্ছে।

মানবাধিকার সংগঠন, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি মাসেই ১৮ কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে সাত কন্যা শিশু। গণমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যানের বাইরেও এরকম ঘটনা অপ্রকাশিত থেকে যায়। বিশেষত, অধিকাংশ ক্ষেত্রে কন্যা শিশুদের মানসিক নিগ্রহের শিকার হওয়ার বিষয়টি উপেক্ষিত থেকে যায়। তাছাড়া, পারিবারিক বা সামাজিক পর্যায়ে কন্যা শিশুরা যে লিঙ্গভিত্তিক বৈষম্যের শিকার হয়, তা পর্যবেক্ষণের কোনও ব্যবস্থা নেই।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে শিশুর সংখ্যা প্রায় ছয় কোটি। এরমধ্যে প্রায় অর্ধেক কন্যা শিশু। বাংলাদেশের সংবিধান, আইন, নীতিমালাসহ সবক্ষেত্রে ছেলে ও মেয়ে শিশুকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করা হয়। এর সংশোধনী ২০০৩-এ সর্বমোট ৩৪টি ধারায় নারী ও শিশুর ওপর সংঘটিত ১১ ধরনের অপরাধের বিচারের বিষয় উল্লেখ রয়েছে। পরে সে আইনকে ২০১৩ ও ২০২২ সালে সংশোধন করে আরও কঠোর করা হয়। তবুও এর যথাযথ প্রয়োগ বা বাস্তবায়ন না হওয়ায় ভুক্তভোগীরা আইনি অধিকার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি–২০২৩ প্রতিবেদনের তথ্য মতে, এশিয়ার মধ্যে বাংলাদেশে বাল্য বিয়ের হার সবচেয়ে বেশি। বাংলাদেশে ১৮ বছর বয়সের আগেই ৫১ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে। বাল্য বিয়ের সার্বিক প্রভাব পড়ছে মা ও শিশুস্বাস্থ্যে। যার ফলে মা ও নবজাতকের মৃত্যুঝুঁকিও বাড়ে। মহামারি, বৈশ্বিক মন্দাসহ যেকোনও দুর্যোগে, কন্যা শিশুদের শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পরার প্রবণতাও বেশি লক্ষ্য করা যাচ্ছে।

ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কন্যা শিশুদের যথোপযুক্ত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আর্থ ও মানবসম্পদ বিনিয়োগের কোনও বিকল্প নেই। তাছাড়া, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্যেও কন্যা শিশুদের প্রতিটি ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা একটি পূর্বশর্ত।

কন্যা শিশুদের সুষ্ঠু বিকাশের গুরুত্ব অনুধাবন করে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে তাদের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ বিনিয়োগ, আইন প্রণয়ন ও অবকাঠামোগত প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে রাষ্ট্র সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে— আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে এমন দাবির কথা জানায় চাইল্ডস রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন।

কন্যাশিশুসহ সব শিশুর অধিকার রক্ষা ও উন্নয়ন সংক্রান্ত উদ্যোগগুলো সমন্বয় করার জন্য দ্রততম সময়ে শিশুদের জন্য একটি পৃথক অধিদফতর প্রতিষ্ঠার দাবিও জানায় সংস্থাটি।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ