X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নারী দিবসে বাংলা ট্রিবিউন পরিচালনায় নারীরাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৬, ১৮:৩৭আপডেট : ০৮ মার্চ ২০১৬, ০৯:৫১

নারী দিবস নারী দিবস উদযাপনে ৮ মার্চ বাংলা ট্রিবিউনের প্রতিটি বিভাগ পরিচালনা করছেন নারীরাই। এমনকি ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদকও একদিনের জন্য নিজেদের আসন ছেড়ে দিয়েছেন। এটি প্রতীকী উদযাপন হলেও নারীর এগিয়ে আসার লড়াইয়ে সামিল হওয়া বলেই বিশ্বাস করছে বাংলা ট্রিবিউন।

৮ মার্চের জন্য বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করবেন উদিসা ইসলাম। প্রধান বার্তা সম্পাদক জাকিয়া আহমেদ। ফিচার, স্পোর্টস ও আইটি সেকশনের দায়িত্বে থাকবেন ফাতেমা আবেদিন, ডেস্কের দুই শিফটের ইনচার্জ ফৌজিয়া সুলতানা ও সোহানা তুলি, ন্যাশনাল ডেস্কে জাহানারা বেগম, গবেষণা বিভাগে বর্ষালতা, বিদেশ ডেস্কে ফাহমিদা উর্ণি, বিনোদন ডেস্কে নওরীন আখতার ও এইচআর এডমিনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নাশরাহ জাকির।

কেন এই উদ্যোগ নেওয়া হলো, সে বিষয়ে বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল বলেন,‘ব্যক্তিগতভাবে নারী পুরুষকে আমি ভিন্নভাবে দেখি না। যেহেতু ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, দিনটিকে উদযাপনের অংশ হিসেবে নারীকর্মীরা এইদিন বাংলা ট্রিবিউন পরিচালনা করবেন। তারা কেমন কাজ করেন, তাদের দক্ষতাও এর মাধ্যমে প্রকাশ পাবে। আমি আস্থাশীল যে তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম।’

৮ মার্চের জন্য ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন বিষয়ে উদিসা ইসলাম বলেন, ‘কোনও আসনে কাউকে বসিয়ে তো নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে না, এটা জানা কথা। প্রতীকী যা কিছু তার উদ্দেশ্যই হলো, সম্ভাবনার বিষয়টি জানান দেওয়া। যে চেয়ারগুলোতে আমরা সাধারণত নারীদের দেখতে অভ্যস্ত নই, সেটা তারা নিজ গুণে অর্জন করবে একদিন, সেই পথ তৈরিতে এসব প্রতীকী উদযাপন কাজের হতে পারে।’

কালকের দিন নিয়ে নতুন কোনও পরিকল্পনা আছে কি না প্রশ্নে প্রধান বার্তা সম্পাদক জাকিয়া আহমেদ বলেন, ‘আমরা অবশ্যই দিনটাকে উদযাপন করবো এবং পুরো টিম নিয়ে সফলভাবে দায়িত্ব পালনে সক্ষম হবো। বাংলা ট্রিবিউন পরিবারের সবাইকে নিয়ে দিনটি স্মরণ রাখার মতো কিছু কাজ করতে চাই। ৮ মার্চে বাংলা ট্রিবিউনের দায়িত্বে থাকা নারী সহকর্মীদের অভিনন্দন।’

একদিনের এই দায়িত্ব পালন সম্পর্কে ফাতেমা আবেদিন বলেন, ‘বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষকে ধন্যবাদ নারী দিবসে এই আয়োজন করার জন্য। তবে নিজ যোগ্যতায় একদিন এমন একটা পদে আসীন হওয়ার লক্ষ্য নিয়ে আগামীতে কাজ করে যাব। এ ধরনের আয়োজনে সেই অনুপ্রেরণা থাকবে এটাই আশা করছি।’ 

/ইউআই/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!